নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: খেলতে সবার ইচ্ছে না থাকলেও খেলা দেখার শখ প্রায় সবারই। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির ইন্টারনেট পরিষেবায় মোবাইল ফোনের গেমেই আসক্ত যুব সমাজ। খেলার মাঠে তেমন দেখা যায় না সকাল আর বিকালের হুল্লোড়। এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ২০২৩ বিশ্বকাপ খেলা। যা শুধু দুই দলের মধ্যেই প্রতিযোগিতা নয় এক দেশ বনাম আর এক দেশের লড়াই। ১৯ শে নভেম্বর অর্থাৎ রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল বিশ্বকাপ খেলা। গত বুধবার মুম্বাইয়ের ওয়াংখেরে ময়দানে প্রথম সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচে দুর্দান্ত খেলা দেখেছে গোটা বিশ্বজুড়ে। জয়লাভ করেছে ভারত আর পৌঁছেছে বিশ্বকাপ ফাইনালে। এই সেমিফাইনালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে গোটা দেশের কাছে মহানায়ক হয়েছেন মুহাম্মদ শামী, বিরাট কোহলি, শুভমন গিল ও স্রেয়াস লাইয়ারদের নাম। নেট দুনিয়ায় সারা ফেলেছে মুহাম্মদ শামীর ৭ উইকেটের জোয়ার। সেদিনের খেলার আনন্দ উচ্ছ্বাসের প্রভাব পড়েছে গ্রাম গঞ্জের পাড়ায় পাড়ায় আর তারই জেরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে কালিয়াচকের বিভিন্ন মোড়ে, খেলার মাঠে, রাস্তার ধারে লাইভ স্ক্রীনিং পর্দার মাধ্যমে দেখতে জোরদার প্রস্তুতি যুব সমাজের।
রবিবারের ফাইনাল বিশ্বকাপ খেলা দেখবে গোটা বিশ্বজুড়ে তার সাথে কালিয়াচকের বেশকিছু এলাকাজুড়ে বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, কালিয়াচক এল.আইসি বিল্ডিং এর সামনে, জালালপুর চৌরঙ্গী মোড়ে, আলীনগর ফুটবল ময়দানে, ছোট মহদীপুর কবিরাজপাড়া বাধে, কালিয়াচক মাস্টারপাড়া, বাবলা স্ট্যাণ্ড মোড়, পুরাতন পটলডাঙ্গা স্ট্যাণ্ডে এছাড়াও আরও বিভিন্ন জায়গায় লাইভ স্ক্রীনিং পর্দার মাধ্যমে বিশ্বকাপ খেলা উপভোগ করবে জনসাধারণ। এনিয়ে কালিয়াচকের আলমগীর খান বলেন, ভারত দীর্ঘ ১২ বছর পর ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উঠেছে তাই কালিয়াচকের সমস্ত মানুষ যেন এই দিনটাকে স্মরণীয় করে রাখতে পারে এটা পুরো কালিয়াচক বাসীর জন্য আনন্দ ও উৎসাহের তাই কালিয়াচকবাসীর তরফে ছোট এই উদ্যোগ। বিশ্বকাপ ফাইনালে ভারত জিতুক এবং সকলে মিলেই এই ম্যাচ টি আমরা দেখব আর উপভোগ করব। জান্নাতুল ফিরদৌস জানান, আমরা ভারতবাসী এতে ভীষণ আপ্লুত যে এত বছর অপেক্ষার অবসান ঘটিয়ে এবছর বিশ্বকাপ খেলায় ভারত ফাইনালে। তাই এটা আমাদের অত্যন্ত আনন্দের ও গর্বের। আমরা চাই যুব সমাজ ইন্টারনেট আর মোবাইল গেমে পড়ে না থেকে মাঠে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া। স্কুল স্তর থেকে খেলাধুলায় আগ্রহী করার ব্যবস্থা ও সচেতন করতে হবে। বিশ্বকাপ জয় করুক ভারত, এটা গোটা দেশের জয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct