আপনজন ডেস্ক: ‘মিশন ওয়ার্ল্ডকাপ’ এখন নাম বদলে ‘মিশন আমেদাবাদ’ আজ এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রলিয়া । তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া । তেমনই ষষ্ঠবার জয় তুলে নিতে মরিয়া অজিরাও । বিশ্বকাপে এই মহারণে শেষ হাসি হাসবেন কারা? তার উত্তর লুকিয়ে আছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজের গভীরে । তবে বিগ ব্যাটেল জিততে হলে আরও কিছু ছোট ছোট লড়াইও জিততে হবে ‘মেন ইন ব্লু’-কে । টুর্নামেন্ট জুড়ে এখনও অজেয় ভারতীয় দল । বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার থেকে বল হাতে মহম্মদ শামি, কুলদীপ যাদব সকলেই রয়েছেন অনবদ্য ফর্মে । কিন্তু অস্ট্রেলিয়ার ‘ম্যান মার্কিং’ কৌশল ভাঙতে না পারলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়ার জন্য় । ভারত অধিনায়ক রোহিত নিজেকে ব্যবহার করেছেন সুইসাইড বম্বার-এর মতোই । চলতি বিশ্বকাপে পাওয়ার প্লে-র ফায়দা তুলতে নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি । হিটম্যানের ধ্বংসাত্মক ব্যাটের সামনে খেই হারাচ্ছে প্রতিপক্ষ । কোহলি, মুহাম্মদ শামির দুরন্ত ফর্সকে ঢাল করতে চায় ভারতীয় দল।বাইশ গজে স্বস্তিতে অনেক বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ।আজ এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার নরেন্দ্র মোদি স্টেডিয়াম যে তাঁদের পক্ষে সশব্দে ফেটে পড়বে, সেটিও তো অজানা নয় রোহিতের। তবু বিশ্বকাপ ফাইনালের মতো মহা উপলক্ষেও তাঁর অনেকটা মৌনব্রত পালন যুক্তিহীন নয়। উপলক্ষ রাঙানোর ইচ্ছা আছে ঠিকই, তাই বলে সেই উপলক্ষ আবার মাথায় চড়ে বসুক, চান না সেটিও।বাড়তি উত্তেজনায় হারানোর ভয়ও লুকিয়ে আছে বলে সতর্ক ভারত অধিনায়ক যেন এটিই বলতে চাইলেন যে তাঁরা ফাইনালটি খেলতে চান আর দশটা ম্যাচের মতো ধরে নিয়ে। এ জন্যই বারবার তাঁর মুখে শোনা যেতে থাকল ‘কাম অ্যান্ড কম্পোজড’। বাংলা করলে দাঁড়াচ্ছে ভেতরের রোমাঞ্চ চেপে শান্ত ও সমাহিতই থাকতে চাচ্ছে ভারতীয় শিবির। এখানেই কোথায় যেন দুই অধিনায়কের কথার সুর মিলে যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct