সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: আগামী ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ছটপুজো।এটা প্রধানত বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে বেশ জাকজমক সহকারে হয়ে থাকে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে ছট পুজোর প্রচলন। তাই ছটপুজোর আগে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের ঘাট ও আগাছা পরিষ্কার করার কাজ শুরু হয়। ছট পুজো উপলক্ষে উক্ত কাজ ও এলাকা পরিদর্শনে শুক্রবার সরজমিনে যান দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে। এছাড়াও ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি সন্তোষ ভকত, সমাজসেবী স্বরুপ আচার্য প্রমুখ। পৌর প্রধান পীযূষ পাণ্ডে এক সাক্ষাৎকারে জানান, দুবরাজপুর শহরে প্রচুর হিন্দীভাষী মানুষের বসবাস। তাঁরাই সাধারণত ছটপুজো করে থাকেন। পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুর, ৩ নম্বর ওয়ার্ডের নায়েক পাড়ার বাঁধা পুকুর, ৯ নম্বর ওয়ার্ডের সাতকেন্দুরিতে একটি পুকুর এবং ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারে দুধ পুকুরে ছট পুজো অনুষ্ঠিত হয়। চারটি পুকুরের মধ্যে নায়েকপুকুরে সবথেকে বেশী ভীড় হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct