সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: জলঙ্গি ও ডোমকলে বামেদের ডাকা ইনসাফ যাত্রায় ভিড় চোখে পড়ার মতো। ডিওয়াইএফ ও সিপিেএমের এর ইনসাফ যাত্রা পৌঁছাল মুর্শিদাবাদের জলঙ্গি ও ডোমকলে। শুক্রবার দুপুরে নাগাদ জলঙ্গির কালিগঞ্জ থেকে ভাদুড়িয়াপাড়ায় পথযাত্রা শেষে পথসভা করেন ও ডোমকলের রঘুনাথপুর থেকে পায়ে হেঁটে ডোমকল বাসস্ট্যান্ড পৌঁছায় এই যাত্রা। সেখানেও একটি সভার আয়োজন করা হয়। এদিনের এই সভা থেকে মোহাম্মদ সেলিম বলেন বাংলার যুবরা বামদের মাত্র চার বছর সাথ দিলে বাংলাকে চাঙ্গা করবো অর্থাৎ বাংলার পরিবর্তনের আনবো ।ইনসাফ যাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম, ডিওয়াইএফের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সম্পাদক জামির মোল্লা সহ আরও অনেকেই ।এদিনেরেই ইনসাফ যাত্রা থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিধলেন বাম নেতৃত্বরা। অধিকার আদায়ের দাবিতে ডিওয়াইএফের উদ্যোগে কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত শুরু হয়েছে ইনসাফ যাত্রা। সভা মঞ্চ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন বাম নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct