শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: বঙ্গোপসাগরে তৈরি হওয়া অকাল ঘূর্ণিঝড় মিধিলি সরাসরি প্রভাব, বঙ্গে না পড়লেও ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হওয়া নিম্নচাপে জেরবার রাজ্যের সুন্দরবন ও উপকূলীয় এলাকাগুলি। বাংলাদেশ ঘেঁষা বসিরহাটের সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা মিধিলির জেরে যেভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, তাতে পাকা ধানে মইয়ের আশঙ্কা দেখছেন সুন্দরবনের কৃষকরা। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ নং ব্লক, হাসনাবাদ, মিনাখাঁ সহ ছটি ব্লকের কৃষকদের মাথায় হাত। ঝোড়ো হাওয়ায় বিঘার পর বিঘা ধানের ক্ষেতে যেভাবে পাকা ধানগুলি ভেঙে পড়ছে তাতে বেজায় সমস্যায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টির ফলে তুলে রাখা ধান গুলিতেও জমেছে জল। ফলে সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের কৃষকরা। ইতিমধ্যে নবান্নর তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জেলাশাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ঝড় বা বৃষ্টিতে যত সম্ভব ফসলকে রক্ষা করতে হবে। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সবকিছু গ্রহণ করতে হবে।যদিও বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হওয়ায় কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন চাষীরা। শুধুমাত্র ধান নয়, শীতকালীন সব্জি যেমন বাঁধাকপি, ফুলকপি, নতুন আলু, ওলকপি, বিট ও গাজরের মতে সব্জিগুলো ক্ষতির মুখে পড়তে চলেছে। ফলে স্বভাবতই দুশ্চিন্তা গ্রাস করেছে সুন্দরবনের কৃষকদের মধ্যে। হাসনাবাদ এলাকার কৃষক রবিউল ইসলাম বলেন, আমারা ব্যাংক থেকে ঋণ নিয়ে চার বিঘা ধান চাষ বাস করছি। ধান পেকে যাওয়ার মত হয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টির জন্য তুলতে পারিনি। ঝড়ের কারণে সব ভেঙে গেছে কি করব বুঝতে পারছি না। সারের অগ্নি মূল্য তারপর এই ক্ষতি কিভাবে সামাল দেবো বুঝতে পারছি না। ঘরে বউ বাচ্চার মুখে কি খাবার তুলে দেবো সেটা নিয়ে চিন্তায় আছি। সরকার আমাদের ঋণ মুকুব করে দিক এবং সাহায্য করুক
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct