নিজস্ব প্রতিবেদক, তমলুক, আপনজন: শুক্রবার তমলুক রেল স্টেশনে বামফ্রন্টের প্রতিবাদ সভা,দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি যেমন ব্যাংক,বীমা, বিদ্যুৎ,কয়লা ক্ষেত্রগুলির মত রেলকেও বেসরকারিকরন করতে চাইছে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার।দেশের সরকারের এই বেসরকারীকরণ নীতির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি রেলওয়ে স্টেশনে অবস্থান বিক্ষোভ সহ-সভা সংগঠিত করেবামফ্রন্ট,এদিন সিআইটিইউ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষকসভার ডাকে তমলুক, হলদিয়া, মেচেদা, রামনগর রেল স্টেশনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। তমলুক এসডিও অফিস মোড় থেকে মিছিল হয় তমলুক স্টেশন পর্যন্ত।দীর্ঘ সময় সভা হয় এখানে। তার আগে তমলুক স্টেশন ম্যানেজারের কাছে নির্দিষ্ট দাবি গুলি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গে স্টেশন চত্বরেই কেন্দ্রীয় সরকারের এই অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ চলে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা মহাদেব মাইতি,শ্রমিক নেতা শান্তনু দাস, চন্দ্রশেখর পাঁজা, রীতা দত্ত,অরবিন্দ জমাদার,নান্টু মাজী,সুভাষ খাঁড়া,সন্দীপ জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।অপর দিকে
মেচেদা স্টেশন চত্বরে কয়েকশ মানুষের জমায়েতে সভা হয়।সেই সঙ্গে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। স্টেশন চত্বরে সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। মেচেদার এই কর্মসূচিতে ছিলেন প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী,কৃষক নেতা অমল কুইলা, শ্রমিক নেতা কাঞ্চন মুখার্জি,চিত্ত খান,খেতমজুর নেতা ফরিদ আলী,সিদ্ধার্থ রাউত,কাশীনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।পাশাপাশি হলদিয়া স্টেশনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ সভা চলে।স্টেশন বাজার এলাকায় কয়েকশ মানুষ মিছিল করে স্টেশনের সামনে অবস্থান করেন।ডেপুটেশন দেওয়া হয় স্টেশন আধিকারিককে। কর্মসূচির নেতৃত্ব দেন পরিতোষ পট্টনায়েক,অচিন্ত্য শাসমল, লক্ষীকান্ত সামন্ত,পরিতোষ দাস, শ্যামল দাসঅধিকারী, দেবেশ আদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।রামনগর স্টেশনের সামনে দীর্ঘ সময় সভা হয়। ডেপুটেশন দেওয়া হয় নির্দিষ্ট দাবিগুলি নিয়ে। উপস্থিত ছিলেন সিআইটিইউ’র জেলা সম্পাদক সুব্রত পন্ডা, খেতমজুর নেতা আশীষ প্রামাণিক, সব্যসাচী জানা, সুরঞ্জন গিরি রামচন্দ্র জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ,সভাগুলিতে নেতৃবৃন্দ বলেন দেশের সরকার রাষ্ট্রায়ত্ত সমস্ত ক্ষেত্র বেসরকারিকরণের পথে নিয়ে চলেছে। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবস্থাকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য স্মার্ট মিটার আনতে চাইছে। এর পাশাপাশি দেশের সবথেকে বৃহৎ গণপরিবহন ব্যবস্থা রেলওয়ে ক্ষেত্রকে সরাসরি কর্পোরেটদের হাতে তুলে দিয়ে সাধারণ মানুষের উপর শোষণ করতে চাইছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct