নিজস্ব প্রতিবেদক, সোদপুর, আপনজন: সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর শহর উত্তাল হল ফিলিস্তিনিদের প্রতি সংহতি মিছিলে। শুক্রবার দুপুরে বামপন্থী দলসমূহের আহ্বানে ফিলিস্তিনের যুন্ধবিধ্বস্ত মানুষের প্রতি সংহতি ও সহমর্মিতা জানাতে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো ফিলিস্তিন সংহতি মিছিল। সিপিআই (এম) সিপিআই,আরএসপি ফরোয়ার্ড ব্লক সিপিআই এম এল ( লিবারেশন) এর যৌথ উদ্যোগে এই মিছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেদিনীপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিল থেকে মার্কিনি মদতে ফিলিস্তিনে ইজরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বর্বরতা বন্ধ করা, অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধ বিরতি ঘোষণা, ফিলিস্তিনে পর্যাপ্ত মানবিক সাহায্য পাঠানো, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সহ ,যুদ্ধ বিরোধী নানা দাবি জোরালো আকরে তোলা হয়। মিছিলে ঘোষণার জোরদার দাবি তোলা হয়। মিছিলে বামপন্থী দলসমূহের নেতৃবৃন্দ,কর্মীসমর্থক ও শান্তিকামী সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন সুশান্ত বিজয় পাল,তাপস সিনহা,অশোক সেন,শৈলেন মাইতি, জয়ন্ত পাত্র, সুকুমার সিং প্রমুখ বাম নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct