আপনজন ডেস্ক: মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে ক্ষমতাসীন সামরিক জান্তা বাহিনীর লড়াইয়ের কারণে দেশটিতে ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান লড়াইয়ে কিছু সীমান্ত এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তার সেনাবাহিনী। সেনাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিও দখল করেছে বিদ্রোহী বাহিনী। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারে জান্তার অনুগত সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বেসামরিক মানুষকে রক্ষা এবং যুদ্ধকবলিত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খোলা রাখতে যুদ্ধরত সব পক্ষের প্রতি আহবান জানিয়েছেন। চীন সীমান্তসংলগ্ন শান প্রদেশে জাতিগত তিনটি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) যৌথ অভিযানে মিয়ানমারের সেনা ও পুলিশ কোণঠাসা হয়ে পড়েছে। বিদ্রোহীরা বেশ কয়েকটি শহর ও সামরিক চৌকি দখলে নিয়েছে। এতে জান্তার বিরুদ্ধে লড়াইয়ে অন্য বিরোধী গোষ্ঠীরাও উৎসাহিত হয়েছে। আরাকান প্রদেশের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াইরত আরাকান আর্মি গত বুধবার দাবি করেছে, অন্তত ২৮ জন পুলিশ সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছেন এবং ১০ সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct