নিজস্ব প্রতিবেদক, সুজাপুর, আপনজন: মালদার সুজাপুরের হাতিমারী মাঠে নয় মৌজার যুবকবৃন্দদের উদ্যোগে মাজলুম ফিলিস্থিনীদের ও বিশ্বশান্তির জন্য এক দোয়ার মাজলিস এর আয়োজন করা হয়। এদিনের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সামসি কলেজের অধ্যাপক ড. অলিউল্লাহ, মৌলানা নিজাম আলী কাসেমী, ইমতিয়াজ আহমেদ মোল্লা, হাফেজ মৌলানা শেখ এবাদুল্লাহ, শিক্ষক ফারুক হোসেন, নয়মৌজা যুবকবৃন্দের সভাপতি হিফজুর রাহমান ও সম্পাদক মাহিদুর রাহমান এবং আয়োজক এর সভাপতি ডা: তাসলিম আরিফ ছাড়াও স্থানীয়রা। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি অধ্যাপক ড. অলিউল্লাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, একটা দেশে যখন একটা জাতীকে মেরে শেষ করে দিচ্ছে এরপরেও মুসলিম দেশের মানুষেরা প্রতিবাদে গর্জে উঠছে না এটা অত্যন্ত দুঃখের। পৃথিবীর যেকোনো কোনায় মুসলমানদের উপর যদি কোনো অত্যাচার হয় আর আমরা যদি চুপ থাকি এটা মুসলমানদের পরিচয় নয়। যে আগুন আজ ফিলিস্তিনে জ্বলছে সেটা একেবারে সহ্য করে বসে থাকার নয়। বেঈমান ইসরায়েল নিরীহ ফিলিস্তিনি মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করছে আর বিশ্ব মুসলিমের কোনো প্রতিবাদ নেই। ফিলিস্তিন এটা তার দেশকে জয় করতে যুদ্ধ করছে এটা কোন দেশদ্রোহীতা নয় এটা তাদের দেশের স্বাধীনতার লড়াই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct