আপনজন ডেস্ক: বিশ্বকাপে রােহিত শর্মার দলের একেকটা ম্যাচ শেষ হয়, নতুন করে প্রশ্নটি সামনে আসে—ভারতকে থামাবে কারা? প্রথম পর্বে টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। সেমিফাইনালে তারা উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পথে রোহিত শর্মার দলের সামনে আর মাত্র একটিই বাধা—ফাইনাল। আগামী পরশু সেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অনেকেই বলছেন, ভারতকে থামাতে পারলে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াই পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দেখে ভারতের সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীরের মনে হয়েছে, অস্ট্রেলিয়া এখনো খুবই নড়বড়ে! গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ২৪ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ডেভিড মিলারের শতকে শেষ পর্যন্ত ২১২ রান করে প্রোটিয়ারা। এই রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬০ রান তুলে ফেললেও অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত জেতে ৩ উইকেটে। ম্যাচটি দেখার পর গম্ভীরের মনে হয়েছে, ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত আত্মবিশ্বাসী থাকতে পারে। স্টার স্পোর্টসে তিনি বলেছেন, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়া সেমিফাইনালে তাদের ‘এ’ শ্রেণির খেলা খেলতে পেরেছে। অস্ট্রেলিয়া এখনো অনেক নড়বড়ে।’ এটুকু বলে অবশ্য রোহিত শর্মাদের একটু সতর্ক করেও দিয়েছেন গম্ভীর, ‘তবে হ্যাঁ, তারা জানে নকআউটে কীভাবে ম্যাচ জিততে হয়। ফাইনালে ভারতকে ‘এ’ শ্রেণির খেলাটাই খেলতে হবে। ১০ ম্যাচ ধরে যে খেলাটা তারা খেলছে, ফাইনালেও সেটাই খেলতে হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct