এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার হাবরা-১ ব্লকের বিস্তীর্ণ এলাকায় মাঠ ভর্তি পাকা ধান, কোথাও কোথাও আবার বিঘার পর বিঘা জমিতে ধান কাটা রয়েছে ৷ আকাশে মেঘের ভ্রুকুঠি, কখনো কখনো দু এক পশলা বৃষ্টি, পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসে চিন্তিত চাষীরা ৷ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই অসময়ের বৃষ্টিতে সম্ভাব্য চাষের ক্ষতি এড়াতে সরকারি নির্দেশিকা অনুযায়ী কৃষকদের সতর্ক করল হাবড়া-১ ব্লক সহ কৃষি অধিকর্তা কুসুম কমল মজুমদার ও হাবড়া-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বাপি মজুমদার । পাশাপাশি কৃষি সংক্রান্ত যে-কোনও সহযোগিতার জন্য এডিও অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে ।কুসুম কমল মজুমদার বলেন, ‘এবার ব্লক এরিয়াতে ৪ হাজার ৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছিল তার মধ্যে ৪৫ শতাংশ জমি ধান চাষিরা ঘরে তুলতে পেরেছেন, বাদবাকি ধান এখনো পর্যন্ত মাঠেই রয়েছে ৷’ কর্মাধ্যক্ষ বাপি মজুমদার বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় চাষীদের কে সচেতন করার পাশাপাশি চাষীদের সহায়তায় তৎপর কৃষি দপ্তর ৷’ তবে আবহাওয়া দপ্তর কর্তৃক বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাসে আতঙ্কিত চাষীরা ৷ প্রাকৃতিক দুর্যোগ এড়ানো না গেলে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা ৷ বর্তমান সময়ে তেল সারের মূল্যবৃদ্ধির কথা তুলে ধরে বেড়গুম-১ গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু কৃষকরা জানান, চাষে এমন কিছু লাভ নেই এরপরেও প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে হলে চাষের প্রতি অনীহা বাড়বে ৷ ঝড় বৃষ্টির পূর্বাভাসে আমরা চিন্তিত, দুর্যোগ এলে ধান সহ সমস্ত ধরনের চাষের ব্যাপক ক্ষতি হবে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct