নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতার বিধান সরণিতে সম্প্রীতি ও সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে পালিত হল বঙ্গ সাহিত্য সম্মেলন। ভাইফোঁটার স্মৃতি ধরে এক ঝাঁক কবি সাহিত্যিক বোনেরা ভাইদের কপালে ফোঁটা এবং মিষ্টি মুখ প্রদান করলেন। ভাইয়েরা আশীর্বাদ করলেন দিদি বোনেদের ,ফল মিষ্টি বিতরণ ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিশুতোষ সামন্ত , ড, দীনেশচন্দ্র ভট্টাচার্জ ,কবি আসিস গিরি শিশু সাহিত্যিক আব্দুল করিম ,নান্টু সরকার কবি গোপাল চক্রবর্তী ,স্বপ্না চক্রবর্তী ,প্রশান্ত দাস ,আর্য ভট্টাচার্য, তপতী ঘোষ প্রমূখ আবৃত্তি কবিতা গান এর মধ্য দিয়ে পালিত হল ভাই ফোঁটা উৎসব। প্রায় ৬০ জন কবি সাহিত্যিক শিল্পী উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৫ টা থেকে রাত্রি নটা পর্যন্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct