সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ভারতীয় রেলের বেসরকারীকরণের সিদ্ধান্ত বাতিল, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত, শূণ্যপদে অবিলম্বে নিয়োগ, লক ডাউনের সময় প্যাসেঞ্জার ট্রেন গুলির উপর চাপিয়ে দেওয়া এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রত্যাহার সহ বেশ কিছু দাবিতে এবার আন্দোলনে নামলো সিআইটিউ। শুক্রবার সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়া স্টেশনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে অংশ নিলেন ওই সংগঠনের সদস্যরা। পরে তাঁদের এক প্রতিনিধি দল স্টেশন মাষ্টারের সঙ্গে দেখা করে ডিআরএমের মাধ্যমে রেল মন্ত্রীর কাছে পাঠানো তাঁদের দাবিপত্র তুলে দেন। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির সহ সভাপতি প্রতীপ মুখার্জী বলেন,’ মোদিজী আদানী, আম্বানীদের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন, দেশের মানুষের প্রধানমন্ত্রী নন। ১১৫ জোড়া রেল বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, স্টেশন থেকে রেলের ট্র্যাক, জমি স্কুল, স্টেডিয়াম, প্রতিষ্ঠান, রাস্তা, অডিটোরিয়াম বিক্রির চেষ্টা চলছে। তাই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সিআইটিইউ দেশ জুড়ে আন্দোলনে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct