আপনজন ডেস্ক: ১ লাখ ৩০ হাজার আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রোববার এই স্টেডিয়ামেই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ক্রিকেটপাগল স্বাগতিক দেশটির সমর্থকদের কথা মাথায় রেখেই ফাইনালে টইটম্বুর গ্যালারি আশা করা হচ্ছে। আর ফাইনালটা ‘গর্জনপূর্ণ এবং দেখার মতো ক্রিকেট হবে’ বলে মিচেল স্টার্ক যে আশা প্রকাশ করেছেন, সেটিরও অন্যতম কারণ সম্ভবত লক্ষাধিক আসনের গ্যালারি। অস্ট্রেলিয়ান পেসারের কাছে রোববারের ম্যাচটি অনেক বড় উপলক্ষ। ‘এটা খুব বড় উপলক্ষ। কারণ, এটা বিশ্বকাপ ফাইনাল।’ সত্যিই, ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালের চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে! ইডেন গার্ডেনে বৃহষ্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে সেই বড় উপলক্ষেরই টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। স্টার্কও সেমিফাইনালে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালে আরও বিধ্বংসী কিছু করে দেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন। তবে স্টার্কের মতে, ফাইনালটা দুই দলের জন্যই অপরিচিত কোনো মঞ্চ নয়। স্টার্ক নিজেই অস্ট্রেলিয়ার ২০১৫ বিশ্বকাপ ফাইনাল জয়ে বড় অবদান রেখেছেন। এবারের ফাইনাল সামনে রেখে কলকাতায় গত পরশু সংবাদ সম্মেলনে স্টার্ক বলেছেন, ‘আলাদা সংস্করণে দুই দলের খেলোয়াড়েরাই এটার দেখা পেয়েছেন। দুই দলই বছরের শুরুর দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হয়েছে। আমি মনে করি না, এই বড় উপলক্ষ দুই দলের ড্রেসিংরুমের জন্য নতুন অভিজ্ঞতা।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct