মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূলের ব্লক সভাপতি হবে নাকি আবার নির্বাচন কমিটির মতো পাঁচ জনের কোর কমিটি হবে। সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ব্লক তৃণমূলের মধ্যে। কারণ কিছু দিন আগে জেলা কমিটি গঠনের সময় অনুব্রত মণ্ডলকে ১২ বছর পর তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা কোর কমিটিকে। জেলা কোর কমিটিতে এখনো পর্যন্ত কারা থাকবেন তা এখনো নিশ্চিত হয়ে ওঠেনি। তবে দলীয় সূত্রে খবর চলতি নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যে প্রত্যেকটি ব্লকের ব্লক কমিটি গঠন করে দেওয়া হবে। ইতি মধ্যেই জেলার বেশ কয়েকটি জায়গায় ব্লক কমিটি নেই। গত নির্বাচনের আগে দীর্ঘ দিনের ব্লক সভাপতি বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি পদে পদত্যাগ করায় এই ব্লকটি নেতৃত্ব শূন্য হয়ে যায়। সেই সময়ে শুভাশিস ভট্টাচার্য এবং আবু জাহের রানাকে তড়িঘড়ি এই দু’জনকে আহবায়ক নির্বাচিত করে নির্বাচনী তরী পার করার চেষ্টা করা হয়। কিন্তু তাদের হাতে গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ভালো হয়নি। তবে সেখানে কোন রকমে দলের মান রক্ষা করেছেন তারা। কিন্তু এই পরিস্থিতিতে এখানে দলের সংগঠনের অবস্থা কি হবে। সেই নিয়ে চিন্তিত দল। তার জন্য দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ইতি মধ্যে একটি সমিক্ষক দল সভাপতি নির্বাচনের জন্য গোটা ব্লক জুড়ে সমীক্ষা চালিয়েছেন। সেখানে কে হবেন ব্লক সভাপতি। নাকি ফের কোর কমিটি ব্লক চালাবেন। সেটার অপেক্ষায় মানুষজন। তবে আমাদের কাছে যা খবর। সেই খবর অনুযায়ী এবারে আর কমিটি নয়। সম্ভবত ব্লক সভাপতি করতে চলেছেন। ইতি মধ্যেই এই ব্লক এলাকা থেকে তিন জনের নাম পাঠানো হয়েছে। সেই তিন জনের মধ্যে কে হবেন ব্লক সভাপতি সেটার অপেক্ষায় অধীর আগ্রহে তাকিয়ে আছেন নলহাটি ২ নম্বর ব্লক এলাকার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct