আব্দুস সামাদ মন্ডল, দেগঙ্গা, আপনজন: চলতি বছরে ৫ ও ১২ই নভেম্বর ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষা অনুষ্ঠিত হয় চার জেলা জুড়ে। এই পরীক্ষাটি আয়েজন করে অল বেঙ্গল প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন। এই পরীক্ষায় হাডোয়া হেভেন অ্যাকাডেমির নজর কাড়া সাফল্যে বিদ্যালয়ে উচ্ছাসের ঢল নামে।চারজন মেধাতালিকার শীর্ষে ও এগারোজন মেধা শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।উল্লেখ্য, এবছরে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ১০ হাজরের বেশি পড়ুয়া, প্রায় ২০০ টি বেসরকারি বিদ্যালয় থেকে ১২ টি পরীক্ষা কেন্দ্রে অংশ্রহন করেছিল। ১৬ই নভেম্বর বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সফল পড়ুয়াদের সংবর্ধিত করা হবে আগামী ২৫শে নভেম্বর বারাসাত রবীন্দ্র ভবনে।হাডোয়া হেভেন অ্যাকাডেমির ডিরেক্টর সেলিম আহমেদ জানান, “এই মিশনের পড়ুয়াদের সাফল্য বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক মন্ডলী খুবই খুশি। আর এই সাফল্য অর্জন এর পিছনের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে রয়েছে। আগামীদিনে বিভিন্ন পরীক্ষায় আমাদের হেভেন অ্যাকাডেমি আরো ভালো ফলাফল করবে বলে আশাবাদী।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct