আপনজন ডেস্ক: গাজার প্রধান হাসপাতাল আল-শিফার পরিচালক বলেছেন, হাসপাতালে অক্সিজেন এবং পানি শেষ হয়ে গেছে। রোগীরা ‘তৃষ্ণায় চিৎকার করছে।’ মুহাম্মদ আবু সালমিয়া বলেছেন, “আল-শিফায় পরিস্থিতি ‘দুঃখজনক।” এখানে ৬৫০ জনেরও বেশি রোগী, ৫০০ চিকিৎসা কর্মী এবং পাঁচ হাজার বাস্তুচ্যুত মানুষ আছে। গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল-শিফার নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, হাসপাতালের একটি প্রবেশপথের কিছু অংশ এবং রেডিওলজি, বার্ন ও কিডনি বিভাগ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এর বাইরে মধ্য গাজায় বুধবার রাতে ইসরায়েলি বোমায় প্রাণ হারিয়েছে ৫০ বেসামরিক মানুষ। হামলা হয়েছে খোদ হামাস নেতা ইসমাইল হানিয়েহের গাজার বাড়িতেও।বিবিসর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাংক গাজা শহরের হাসপাতালটিকে ঘিরে রেখেছে বলে আল-শিফার পরিচালক বলেছেন। ড্রোনগুলো মাথার ওপরে উড়ছে এবং ইসরায়েলি সৈন্যরা এখনও ভিতরে ঘুরে বেড়াচ্ছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে তাদের অভিযান বিচক্ষণ, পদ্ধতিগত এবং পুঙ্খানুপুঙ্খভাবে চলছে। তবে হাসপাতালের অভ্যন্তরে আটকে পড়া একজন সাংবাদিক খাদের বিবিসির রুশদি আবু আলউফকে ফোনে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা ‘সব জায়গায়, সব দিকে গুলি চালিয়ে যাচ্ছে।তবে সংবাদ সংস্থা বিবিসি স্বাধীনভাবে কোনো প্রতিবেদনই যাচাই করতে পারেনি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত বুধবার ভোরে থেকে আল-শিফায় তাদের অভিযান শুরু করেছে। তারা অস্ত্র ও সরঞ্জামের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলি বাহিনী এগুলো হামাসের বলে দাবি করছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তারা আরো বলেছে, আলি শিফার নিচে হামাসের অপারেশনাল টানেলের মধ্যে বিপুল সংখ্যক অস্ত্র বোঝাই একটি যান পেয়েছে।আল-শিফার পরিচালক আবু সালমিয়া বলেন, ইসরায়েলি সেনারা আল-শিফার প্রধান পানির লাইন বোমা মেরে উড়িয়ে দিয়েছে। রোগীরা তৃষ্ণায় চিৎকার করছে।তিনি আরো বলেছেন, ‘স্নাইপিং অপারেশন অব্যাহত রয়েছে। কেউ এক ভবন থেকে অন্য ভবনে যেতে পারে না। আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগও হারিয়ে ফেলেছি।’এর আগে বৃহস্পতিবার এক প্রত্যক্ষদর্শী খাদের বিবিসিকে বলেছিলেন, ‘ইসরায়েলি সৈন্যরা সমস্ত বিভাগে হামলা চালিয়েছে। হাসপাতাল ভবনের দক্ষিণ অংশ এবং আনেক গাড়ি ধ্বংস করেছে।’ খাদেরের ফোন লাইন কেটে যাওয়ার আগে তিনি আরো বলেছিলেন, ‘সাঁজোয়া বুলডোজার আনা হয়েছে।’গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলিরা বুলডোজার দিয়ে হাসপাতাল ভবনের দক্ষিণ প্রবেশদ্বারের কিছু অংশ ভেঙে ফেলেছে।’ ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েল গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে এখন পর্যন্ত ১১ হাজার ৪০০ জন নিহত হয়েছে এবং জাতিসংঘ এটিকে মানবিক বিপর্যয় বলে সতর্ক করেছে।স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইডিএফ ঘোষণা করেছে, আল-শিফার কাছে জিম্মিদের একজনের লাশ পাওয়া গেছে। আইডিএফ ভুক্তভোগীকে ইহুদিত ওয়েইস হিসেবে শনাক্ত করেছে। তাকে বেইরিতে তার বাড়ি থেকে অপহরণ করেছিল হামাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct