আনোয়ার আলি, মেমারি, আপনজন: সিআইটিইউ মেমারি ১ পূর্ব ও পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে রেল বেসরকারীকরনের বিরুদ্ধে সিআইটিইউর ডাকে মেমারিতে রেলওয়ে স্টেশনম্যানেজারকে ডেপুটেশন দেওয়া হয়। মেমারি পুরাতন বাসষ্ট্যান্ডে রেলটিকিট কাউন্টারের সামনে জমায়েত হয়ে বক্তব্য রাখেন পীয়ুষ বিশ্বাস, কালু রায়, বদ্রীচরণ লাহা। জমায়েত থেকে একটি প্রতিনিধি দল মেমারি স্টেশন মাস্টারকে ডেপুটেশনের কপি জমা দিতে গেলে তিনি না থাকায় কর্তব্যরত আধিকারিক ডেপুটেশন জমা নেন ডিআরএমকে দেওয়ার জন্য। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অনিল মুখার্জী, হাসিবুল মন্ডল, তাপসী ভট্টাচার্য্য, প্রশান্ত কুমার। পীয়ুষ বিশ্বাস বলেন রেল চলতি গত আর্থিক বর্ষে ৪৯হাজার কোটি টাকা লাভ করেছে তা সত্বেও রেলকে কেন্দ্র সরকার বেসরকারীকরন করছে। রেলের বিভিন্ন সেক্টর কে আদানীদের হাতে বিক্রি করে দিচ্ছে। রেলে কয়েকলক্ষ শূণ্যপদ পড়ে আছে সেগুলিকে পূরণ করছে না। বিভিন্ন স্টেশননে নূন্যতম পরিষেবা পাওয়া যাচ্ছে না। রেলে আসেপাশের সমস্ত জায়গা বেসরকারী কোম্পানীর হাতে তুলে দিচ্ছে রেল। তাই রেলে বেসরকারীকরনের বিরুদ্ধে সারা দেশে বামেরা প্রতিবাদ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct