আপনজন ডেস্ক: দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ড. মোহাম্মদ মুইজু।শুক্রবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পনে ৫টায় রাজধানী মালে সিটির রিপাবলিক স্কয়ারে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি আহমেদ মুথাসিম আদনান।মোহাম্মদ মুইজুর শপথপত্রে স্বাক্ষর করার সময় দেশটির প্রধান বিচারপতি ও গণ মজলিসের স্পিকার মোহাম্মদ আসলাম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। একইসময়ে দেশটির দশম ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফকে শপথবাক্য পাঠ করানো হয়।শপথগ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ) ২১ বন্দুকের স্যালুট এবং সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।অনুষ্ঠানে বিশ্বের মোট ৪৬টি দেশের প্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানদের বিশেষ দূত উপস্থিত ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদায়ী সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও তার প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও নতুন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্যসহ দেশটির বহু মানুষ উপস্থিত ছিলেন।শপথগ্রহণের পর মোহাম্মদ মুইজু তার উদ্বোধনী ভাষণ দেন। উদ্বোধনী বক্তব্যে তিনি মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে তার দৃষ্টিভঙ্গি এবং সামনের মেয়াদের পরিকল্পনার ওপর আলোকপাত করেন।সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান পিপিএম/পিএনসি জোটের প্রধান আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুমকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকবেনা বলে জানিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct