আপনজন ডেস্ক: বয়স হয়ে গেছে ৩৮ বছর। কিন্তু ক্রিস্টিয়ানো রোনোল্ডো যেন থামতেই চাইছেন না। ক্লাব ফুটবল কিংবা আন্তর্জাতিক, পর্তুগাল তারকার গোলের রথ ছুটছেই। গতকাল ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচে লিখটেনস্টেইনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ে গোল করেছেন রোনোল্ডো। ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে স্পেনের ৩-১ ব্যবধানের জয়ে গোল পেয়েছেন বার্সেলোনার ১৬ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে মোহাম্মদ সালাহর ৪ গোলে জিবুতিকে ৬-০ ব্যবধানে হারিয়েছে মিসর। ইউরোর মূলপর্বে আগেই জায়গা করে নেওয়া পর্তুগালকে ভাদুজে নিজেদের মাঠে প্রথমার্ধে কোনো গোল করতে দেয়নি লিখটেনস্টেইন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনোল্ডোর শট লাগে পোস্টে। একটু পরই অবশ্য গোলের দেখা পান পর্তুগালের অধিনায়ক। দিয়েগো জোতার থ্রু বল পেয়ে ঠাণ্ডা মাথায় লিখটেনস্টেইনের জালে পাঠান তিনি। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনোল্ডো নিজের রেকর্ডটাই আরও সমৃদ্ধ করেছেন। পর্তুগালের হয়ে এটি ছিল তাঁর ১২৮তম গোল। ৫৭ মিনিটে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন জোয়াও কানসেলো।
পর্তুগালের মতো আগেই ইউরোর মূলপর্বের টিকিট কাটা স্পেন কাল সাইপ্রাসের মাঠে ৫ মিনিটেই এগিয়ে যায়। স্পেনকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন ১৬ বছর বয়সী ইয়ামাল। বার্সেলোনার তরুণ তুর্কি অবশ্য গত সেপ্টেম্বরে জর্জিয়ার বিপক্ষে ৭-১ গোলের জয়ে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ও গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। ২২ ও ২৮ মিনিটে কাল স্পেনের অন্য গোল দুটি করেন ওইয়ারজাবাল ও হোসেলু। ৭৫ মিনিটে একটি গোল ফেরত দেয় সাইপ্রাস। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে দারুণ শুরু করেছে মিসর। তুলনামূলক দুর্বল শক্তির জিবুতিকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। গোলবন্যার শুরুটা করেন সালাহ। লিভারপুলের ফরোয়ার্ড ১৭ মিনিটে করেন প্রথম গোল, পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পান এর ৫ মিনিট পর। ৪৮ ও ৬৯ মিনিটে মিসরের পরের দুটি গোলও করেন সালাহ। এরপর ৭৩ মিনিটে মোস্তফা মোহাম্মদ ও ৮৯ মিনিটে ত্রেজেগের গোলে ৬-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct