আপনজন ডেস্ক: ছত্তিশগড়ে দ্বিতীয় দফা এবং মধ্যপ্রদেশে েএক দফার ভোটে সহিংসা বিরাজমান হয়েছে। ছত্তিশগড়ের মাওবাদী হামলায় এক জওয়ানের প্রাণ গিয়েছে। ছত্তিশগড়ের ১৯টি জেলার ৭০টি বিধানসভা আসনের জন্য ৯৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্যপ্রদেশ বিধানসভায় ২৩০টি আসনের জন্য দুই হাজারেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাত ১০টা পর্যন্ত মধ্যপ্রদেশে ৭৫.৩৬ শতাংশ এবং ছত্তিশগড়ে ৭০.৫৯ শতাংশ ভোট পড়েছে।ভোট চলাকালীন মধ্যপ্রদেশে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে এবং শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড়ে মাওবাদী হামলায় এক জওয়ান নিহত হয়েছেন।শুক্রবার মধ্যপ্রদেশ নির্বাচনের সময় বেশ কয়েকটি জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। চলমান নির্বাচনের সময় ভিন্দের মেহগাঁও আসনের মানহাদ গ্রামের একটি ভোটকেন্দ্রের বাইরে পাথর ছোড়া হয়। দিমানি আসনে ভোট গ্রহণের সময় সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছেন।ইন্দোরের ৪ নম্বর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের সময় কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উভয় পক্ষের উপর লাঠিচার্জ করে।শুক্রবার রাজনগরে উত্তেজিত জনতা বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করে। সূত্রের খবর, কংগ্রেস কর্পোরেটর সালমান খানের মৃত্যুকে কেন্দ্র করে এই হিংসার ঘটনা ঘটেছে।শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড়ের বিন্দ্রানাওয়াগড় এলাকায় একটি পোলিং পার্টিকে লক্ষ্য করে মাওবাদীদের হামলায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক জওয়ান নিহত হন। মাওবাদীরা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়।
ছত্তিশগড়ের ধামতারি অঞ্চলে মাওবাদীরা দুটি কম তীব্রতার আইইডি বিস্ফোরণ ঘটানোর একদিন পরেই এই ঘটনা ঘটল। এতে কেউ হতাহত না হলেও পরে ওই এলাকা থেকে ৫ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের জবলপুরে বিজেপি ও কংগ্রেসের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, জব্বলপুরে বিকেল ৫.৪৫ নাগাদ দু’দল লোকের মধ্যে হাতাহাতি শুরু হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার ১৫ মিনিট আগে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিজেপি ও কংগ্রেসের লোকজনের মধ্যে এই লড়াই হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ভোটার উপস্থিতির প্রশংসা করেছেন। ভোটাধিকার প্রয়োগের পর দুর্গে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বর্ষীয়ান নেতা দাবি করেন, রাজ্যে ভোটের পরিবেশ ‘একতরফা’। মধ্যপ্রদেশের বিজেপি প্রধান ভিডি শর্মা বলেছেন, রাজ্যে ভোটার উপস্থিতি ভারতীয় জনতা পার্টির প্রতি জনগণের সমর্থনের প্রমাণ। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে কংগ্রেস সাংসদ নকুল নাথকে বারারিপুরায় একটি ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র শুক্রবার বলেন, “আপনি যখন (ইভিএমে) পদ্ম প্রতীকের বোতাম টিপুন, তখন ভারতে উদযাপন করা হয়। অন্য কোনও রাজনৈতিক দল জিতলে পাকিস্তানে উদযাপন করা হবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ‘পদ্ম’ চিহ্নযুক্ত বোতাম টিপতে হবে। নরোত্তম মিশ্রকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপ-মুখ্যমন্ত্রী টিএস সিং দেও, রাজ্যের আট জন মন্ত্রী এবং চার জন সংসদ সদস্যের মতো রাজনৈতিক হেভিওয়েটরা আজ দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নিয়েছেন। ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী ২০০৮ সাল থেকে এই কেন্দ্র থেকে তিনবার বিধায়ক হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct