আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বিশ্বভারতীর ফলক বিতর্কে নয়া মোড়। বিদ্যুৎ চক্রবর্তীর লাগানো ফলক সরিয়ে নতুন ফলক বসাতে হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে নির্দেশ বিশ্বভারতীকে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশ্বভারতী কে একটি কমিটি গড়ার নির্দেশ। ইতিমধ্যে বিশ্বভারতীর তরফ থেকে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঠিক করবে ফলকে কি লেখা থাকবে। প্রাথমিকভাবে একটি গাইডলাইন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। চলতি বছর ১৭ই সেপ্টেম্বর শান্তিনিকেতন কে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো। অক্টোবর মাসে বিশ্বভারতীর তরফ থেকে তিনটি ফলক বসানো হয় শান্তিনিকেতন চত্বরে। ফলকগুলো বসে উপাসনা গৃহ ও রবীন্দ্র ভবন এবং গৌড় প্রাঙ্গনে। শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাশাপাশি ফলকে লেখা আচার্য হিসেবে নরেন্দ্র মোদি ও উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তী নাম। তাৎপর্যপূর্ণভাবে ফলকে বাদ যায় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ফলকে ব্রাত্য। খবর সামনে আসতেই রবীন্দ্র অনুরাগী এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের ডাক দেন, ফলক সরাতে হবে। নতুন করে নাম যুক্ত করতে হবে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তা না হলে লাগাতার আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো শান্তিনিকেতনে তৃণমূল ১৪ দিন ধরে অবস্থান বিক্ষোভ করে। ৮ ই নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য পদের মেয়াদ শেষ হয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতন ট্রাস্টের অনুরোধে আন্দোলন প্রত্যাহার করে তৃণমূল। পাশাপাশি বিশ্বভারতীকে ফলক সরানোর অনুরোধ জানানো হয়। সময় দেওয়া হয় নতুন উপাচার্য। তৃণমূলের অবস্থান-বিক্ষোভের সাত দিনের মধ্যে ফলক নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশ্বভারতীকে নয়া নির্দেশিকা। নির্দেশিকাই বলা হয়েছে এই ফলক সরিয়ে ফেলতে হবে। নতুন করে ফলক বসাতে হবে। বিশ্বভারতী সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফলক বসানো নিয়ে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন এবং কমিটির সুপারিশ অনুযায়ী ফলকে কি লেখা থাকবে সেটি স্থির করা হবে। সেটি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। চূড়ান্ত অনুমতি পাওয়ার পর নতুন করে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফলক বসানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct