জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: শিল্পতালুক গড়তে বাধা দেওয়ার অভিযোগে পুরুলিয়ার জয়পুর থানার আঘরপুর গ্রামে পুলিশ জনতা সংঘর্ষের ঘটনায় আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। এই ঘটনায় পুলিশকে মারধর করার অভিযোগে তিন শিশু সহ ১৩ জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন। বুধবার পুরুলিয়ার জয়পুর থানার সেই আঘরপুর গ্রামে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এ দিন দুপুর দেড়টা নাগাদ পুরুলিয়ার দিক থেকে সড়ক পথে ওই গ্রামে ঢোকার আগে চাষ রোড পার হয়ে আঘরপুর গ্রামে ঢোকার রাস্তায় বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড করে তাঁকে আটকে দেয় পুলিশ। তাকে জানিয়ে দেওয়া হয় গ্রামে এখন ঢোকা যাবে না। তিনি গেলে ওই গ্রামের পরিস্থিতি খারাপ হতে পারে বলে পুলিশ তাকে জানিয়ে দেন। তাতে অবশ্য দমানো যায়নি তাকে সটান তিনি জানিয়ে দেন বিষয়টি তাকে লিখিত আকারে দিতে হবে। পুলিশ তাকে লিখিত আকারে না দেওয়ায় এদিন দুপুর আড়াইটা নাগাদ রাস্তার পাশে বসে পড়েন সিদ্দিকী। এবিষয়ে তিনি বলেন , এখানে ১৪৪ জারি নেই তবু আমাকে গ্রামে যেতে দেওয়া হচ্ছে না। অথচ কেন আমাকে যেতে দেওয়া হচ্ছে না সেটাও লিখিত আকারে দেওয়া হচ্ছে না। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা এসএফআই এর সম্পাদক সুব্রত মাহাতো ও অতীশ মাহাতো সহ অন্যানোরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct