আপনজন ডেস্ক: ১ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে বিবাহের রেজিস্ট্রির জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিবাহ নিবন্ধকরা ৷ তারা বলেন, বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার ফলে তা জাল বিয়ে এবং পরিচয় লুকনোর প্রচেষ্টা রুখতে সক্ষম হবে। তবে, সেই সঙ্গে এই ক্ষেত্রে বিশেষত পোর্টালে প্রযুক্তিগত ত্রুটিগুলি নিবন্ধনকে কিছুটা বাধা দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিবাহ রেজিস্ট্রাররা ৷ কলকাতার বিবাহ নিবন্ধক তথা আইনজীবী বিবেক শর্মা সংবাদসংস্থাকে বলেন, এটি রাজ্য সরকারের একটি খুব ভালো পদক্ষেপ, কারণ এটি পুরো প্রক্রিয়াটিকে নির্ভুল করে তুলবে ৷” নতুন ব্যবস্থা অনুযায়ী, রাজ্যে বিবাহ করতে গেলে এ বার থেকে দম্পতি এবং তাঁদের তিনজন সাক্ষীর আঙুলের ছাপ লাগবে বলে জানিয়েছেন আধিকারিকরা। অপর এক বিবাহ রেজিস্ট্রার অনিমেষ চক্রবর্তীও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তার কথায়, বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করা একটি স্বাগত জানানোর মতো পদক্ষেপ। তবে, এই বাধ্যবাধকতা স্পেশাল ম্যারেজ ও হিন্দু ম্যারেজ অ্যাক্টে লাগু হলেও মুসলিমদের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা নিয়ে স্পষ্ট নির্দেশ মেলেনি।
এটি বছরের পর বছর ধরে বিবাহ ক্ষেত্রে কাজ করা দালালদের আধিপত্য হ্রাস করবে ৷”বেহালার একজন বিবাহ নিবন্ধক নিখিলা নায়ারও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটিগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে এটি দেখার জন্য অনুরোধ করেছেন তিনি । তাঁর কথায়, “এটি পরিচয় চুরি এবং ছদ্মবেশের ঘটনা বন্ধ করবে । কিন্তু আমি মনে করি বায়োমেট্রিক্স চালু করার আগে সরকারের উচিত ছিল পোর্টালটি সঠিক ভাবে চালু করা ৷”যদিও পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় বিবাহের রেজিস্টার জেনারেল দীপ্তরকা বসু বলেছেন, তাঁরা এখনও পোর্টালের ত্রুটি সম্পর্কে কারও কাছ থেকে কোনো রকম অভিযোগ পাননি । তিনি সংবাদ সংস্থাকে বলেন, “এটি ডিজিটাইজেশনের একটি অংশ । কিন্তু, আমরা এখনও ত্রুটিগুলি সম্পর্কে কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি । এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই ৷”পশ্চিমবঙ্গ সরকার বিবাহের আবেদন এবং নিবন্ধনের জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করতে ২০২২ সালে বিবাহের নিয়ম সংশোধন করে । নতুন নিয়ম শুধুমাত্র ১৯৫৪ সালের হিন্দু বিবাহ আইন এবং ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য করা হচ্ছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct