আপনজন ডেস্ক: অসমের একটি আদালত জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) প্রাক্তন রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলাকে ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য তলব করেছে। কামরূপ মেট্রোপলিটন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নং ১-এর আদালত অসমিয়া চলচ্চিত্র নির্মাতা ও ব্যবসায়ী লুইত কুমার বর্মনের দায়ের করা ফৌজদারি রিভিশন পিটিশনের ভিত্তিতে সমন জারি করে। আবেদনকারী সিআরপিসির ৩৯৭ ধারায় ফৌজদারি সংশোধন দায়ের করেছেন। ১৭ নভেম্বর, ২০২৩ সকাল সাড়ে ১০টায় এই আদালতে হাজির হয়ে কোনও আপত্তি থাকলে তা জানাতে বলা হয়েছে হাজেলাকে। আদেশে আরও বলা হয়েছে, যদি ব্যক্তিরা আদালতে হাজিরা দিতে ব্যর্থ হন তবে মামলাটি একতরফাভাবে শুনানি করা হবে।এনআরসি নিয়ে ভারতের ক্যাগ রিপোর্টের ভিত্তিতে এই পিটিশন দায়ের করেছিলেন বর্মণ। তিনি অভিযোগ করেন, এনআরসি আপডেট করার সময় হাজেলা ১৫৫ কোটি টাকার অপব্যবহার করেছিলেন। ২০১৯ সালের আগস্টে প্রকাশিত এনআরসির সম্পূর্ণ তালিকা থেকে অসমের ৩.৩ কোটি আবেদনকারীর মধ্যে ১৯.০৬ লক্ষেরও বেশি বাদ পড়েন।হাজেলা অসম-মেঘালয় ক্যাডারের ১৯৯৫ ব্যাচের আইএএস অফিসার, যিনি আগস্ট মাসে আসাম সরকারের কাছ থেকে ভিআরএসের অনুমোদন পেয়েছিলেন। এনআরসি আপডেটের উপর সরাসরি নজরদারি করা সুপ্রিম কোর্ট ২০১৯ সালে এনআরসি ঘিরে তার জীবনের হুমকির কথা বিবেচনা করে তাকে তার নিজের রাজ্য মধ্যপ্রদেশে স্থানান্তরিত করে।অসমে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। এনআরসি অফিসে তাঁর উত্তরসূরি হিতেশ দেব শর্মা একটি মামলা দায়ের করেছিলেন। দেব শর্মা অভিযোগ করেন, হাজেলা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের এনআরসিতে তাদের নাম অন্তর্ভুক্ত করতে সহায়তা করেছিলেন। আসাম পাবলিক ওয়ার্কস নামে একটি সংগঠন এনআরসি আপডেট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে এফআইআর দায়ের করেছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct