নকীব উদ্দিন গাজী, জয়নগর, আপনজন: জয়নগরে তৃণমূল নেতা খুনের ৭২ ঘণ্টা পর এফআইআরে নাম থাকা সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ।সূত্রের খবর, সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনায় অভিযুক্ত সিপিএম নেতা আনিসুর লস্কর ফেরার ছিল। তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই পাকড়াও করা হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর লস্কর ছাড়াও আরো ৪ জনকে আটক করেছে বারুইপুর পুলিশ জেলার এসওজি টিমের পুলিশ। ধৃতদেরকে নিয়ে আসা হয়েছে বারুইপুর জেলা পুলিশ সুপারের দপ্তরের।পুলিশ সূত্রে আরো জানা যায়,ধৃত আনিসুর লস্করের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাপ করে রানাঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রের খবর, আনিসুর এলাকায় সিপিএম নেতা হিসেবে পরিচিত। তবে সিপিএমের দাবি, দলের কোনও পদে নেই তিনি। ভোটের রাজনীতিতেও কখনও নামেননি। সাধারণ কর্মী হিসেবেই দলের কাজ করেন। বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বামনগাছি পঞ্চায়েত।
তৃণমূলের স্থানীয় এক নেতা জানান, গত পঞ্চায়েতে বামনগাছি এবং পাশের চালতাবেড়িয়া পঞ্চায়েত দখলে আনিসুরকে কাজে লাগাতে চেয়েছিলেন সেই বড় নেতা। কিন্তু দু’টি পঞ্চায়েতে একটি আসনও মেলেনি সিপিএমের। তৃণমূলের বিরুদ্ধে বুথ দখল করে জেতার অভিযোগ ওঠে। সেই থেকেই সইফুদ্দিনের সঙ্গে আনিসুরের তিক্ততা বাড়ে বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ সূত্রে খবর, রানাঘাট থেকে গ্রেফতার করা হয় আনিসুরকে। তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে খুনের অভিযোগে এর নামই প্রধানত শোনা গিয়েছিল। বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা জানিয়েছিলেন, অভিযুক্তদের খোঁজে গত কয়েকদিন ধরে নদিয়ার রানাঘাট, হরিণঘাটার মতো জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। আজ সেখান থেকেই গ্রেফতার হয় আনিসুর লস্কর। আরও ৪ জনকে নদিয়ার রানাঘাট, হরিণঘাটা থেকে আটক করা হয়েছে। গত সোমবার ভোরে তৃণমূল নেতা সইফুদ্দিনকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। পরিবারের তরফে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তাতে মূলত এই সিপিএমের নেতার কথা বলা হয়। পুলিশ যখন তার খোঁজ শুরু করে, তখন ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল আনিসুর। তার পর থেকে আর বাড়ি ফেরেনি। পুলিশের দাবি, আজ নদীয়া রানাঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, রাজ্যের শীর্ষ সিপিএম নেতারা জয়নগরের তৃণমূল নেতা হত্যায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, তৃণমূল নেতা খুনে সিপিএমের কোনও ভুমিকা নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct