নকীব উদ্দিন গাজী, ডা. হারবার: ভাইফোঁটা দিতে বাপের বাড়ি যাওয় নিয়ে স্বামীর সাথে বচসা গৃহবধূর। এরই জেরে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার থানার অম্বলহাড়া এলাকায়। মৃত গৃহবধূ সুমিতা মন্ডল।
জানাযায়, গত ৩ বছর আগে মন্দির বাজারের বিদ্যাধরপুর এলাকার বাসিন্দা সুমিতা মন্ডলের সাথে ডায়মন্ডহারবারের অম্বল হাড়ার বাসীন্দা ছট্টু হালদারের বিয়ে হয়। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের টাকা চেয়ে প্রায়ই অশান্তি করত স্বামী ছোট্টু হালদার। এমনকি বিয়ের তিন বছর হয়ে গেলেও তাদের কোন সন্তান না হওয়য় গত সোমবার বাড়িতে কার্তিক ঠাকুর দেন প্রতিবেশীরা এ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। পরে সুমিতা হালদার ভাইফোঁটা দিতে বাপের বাড়ি যাওয়র জন্য স্বামীকে জানালে তা নিয়েও বচসা শুরু হয়। পরে শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়িতে ফোন করে জানায় তাদের মেয়ে বিষ খেয়েছে। ঘটনার পর বাপের বাড়ির লোকজন হাসপাতালে গেলে সুমিতা হালদার বাপের বাড়ির লোকজনকে জানায় তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন জোর করে তাকে বিষ খাইয়ে দিয়েছে। বুধবার ভোর রাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বাপের বাড়ির লোকজন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। শ্বশুর বাড়ির লোকজন পলাতক। অন্যদিকে দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া গৃহবধূর বাপের বাড়িতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct