অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: সারনা ধর্ম কোর্ড চালুর দাবিতে বালুরঘাটে ধরনা প্রদর্শন করলো আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে এই ধরনা প্রদর্শন করা হয় আদিবাসী সেঙ্গেল অভিযান এর পক্ষ থেকে। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করতে ঝাড়খন্ডে আসছেন। জন্মজয়ন্তী পালনের মঞ্চ থেকে সারনা ধর্ম কোর্ড চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী যদি কোন ঘোষণা না করেন, তাহলে আদিবাসী সেঙ্গেল অভিমান সংগঠনের পাঁচজন নেতা আত্মাহুতি দিবেন বলে আদিবাসী সেঙ্গেল অভিযান জানানো হয়েছে। সারনা ধরমকোর্ডের দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান এর পক্ষ থেকে সাতটি রাজ্যে ধরনা প্রদর্শন করা হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযান এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হলে তারা আগামী ৩০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য চাক্কা জাম ও রেল রোকো অভিযান করবেন তারা।
এ বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলার তরফে বিক্রম মূর্ম জানান, “আমাদের দাবি আদিবাসী সারনা ধর্মকর চালু করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়খণ্ডের মঞ্চ থেকে যদি এই সারনা ধর্ম কোড চালুর বিষয় ঘোষণা না করেন, তাহলে আমাদের সংগঠনের তরফে আমরা পাঁচজন নেতা সেখানেই আত্মহত্যা করব! আজ আমরা বালুরঘাটে এই বিষয়ে ধরনায় শামিল হয়েছি।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct