সুব্রত রায়, কলকাতা: ভাইফোঁটা পালন করলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। ভাইফোঁটা উপলক্ষে বোনদের হাত থেকে ফোঁটা নিলেন তিনি। বোনেরা মুখ মিষ্টি করে তার দাদার হতে উপহার তুলে তার দীর্ঘজিবি থাকার কামনা করলেন। একই ভাবে দাদা মন্ত্রী ও মেয়র তাদেরকে ভালো থাকার আশীর্বাদ করলেন। তাদের হাতে তুলে দিলেন ছোট উপহার। বুধবার রাজ্যের সমস্ত ভাই বোনদের উদ্দেশে ভাইফোঁটার শুভেচ্ছা জানান তিনি। চেতলা অগ্রণী ক্লাবে ভাইফোঁটা উপলক্ষে এদিন ধুতি পাঞ্জাবি পড়ে হাজির হন মন্ত্রী মশায়। বোনদের সঙ্গে ভাইয়ের পারস্পরিক সম্পর্ক ও মেলবন্ধবের অটুট ঐতিহ্য বজায় রেখে পালন করা হয় ভ্রাতৃ দ্বিতীয় উৎসব। অনুষ্ঠানের শেষে ফিরহাদ হাকিম জানান, আমরা সব ভাই বোন একসঙ্গে থাকি। সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাই। অন্যায়ের বিরুদ্ধের লড়াই এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে তাদের আশীর্বাদ আমাদের সাহস যোগায় বলে জানান তিনি। ফিরহাদ বলেন, ভালোবাসা এবং মানবিকতার উৎসব হচ্ছে ভাইফোঁটা। আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা দেশ জুড়ে চলবে বলেও এদিন জানান তিনি । তার বক্তব্য যাদের কাছে জনসংযোগ নেই, তারা নতুন করে জনসংযোগ করছেন বলে কটাক্ষ করেন ফিরহাদ। তিনি বলেন, এটা আন্তরিকতার ভাইফোঁটা । আন্তরিক ভাবে এই এলাকায় মানুষের সঙ্গে আমি ছোট বেলা থেকে আছি বলে জানান তিনি।এদিন জয়নগর এর প্রসঙ্গে তিনি বলেন , এগুলো হচ্ছে রাজনীতিক চাল। একজন সিপিএম নেতা কি করে সুপারি দিয়ে একজন তৃণমূল নেতাকে খুন করে । আমরা ঘর পোড়ানোকে সমর্থন করি না। পুলিশ তদন্ত করছে। এটা কি নজর ঘুরানোর জন্য কি ঘর পোড়ানো হয়েছে বলে পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। তিনি জয়নগরের ঘটনার নিন্দা করে বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন কাউকে কোনো টার্গেট করা হচ্ছে না। সিপিএম ভাবছে তৃণমূল নেতাকে মারলে ক্ষমতা চলে আসবে। সেটা কোনো দিনেই হবে না। তিনি আরো বলেন, বিজেপি কে যারা সাহায্য করে তারা এটা করে। যারা তৃণমূলকে টার্গেট করছে তারা আসলে বিজেপি কে সাহায্য করছে, বলে পাল্টা কটাক্ষ করেন তিনি। এদিন নওশাদ সিদ্দিকী কে এক হাত নিয়ে তাকে ভোট কাটোয় বলে কটাক্ষ করতে ছাড়েন না ফিরহাদ হাকিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct