আপনজন ডেস্ক: ল্যাটিন আমেরিকান দেশ ব্রাজিলের বড় অংশে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় রিও ডি জেনেরিওতে গরম রেকর্ড ছাড়িয়েছে। সেখানে আগুনের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, থার্মোমিটারের পরিমাপে ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখা গেলেও তাপের তীব্রতা ৫৮ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে। রিওতে ৫৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটি ছিল আর্দ্রতা, তাপমাত্রা ও বাতাসের গতির ওপর নির্ভর করে ত্বকে কতটা গরম বা ঠান্ডা অনুভূত হয় তার পরিমাপ।
রিও অ্যালার্ট সিস্টেম অনুসারে এবার গরম গত ফেব্রুয়ারির ৫৮ ডিগ্রি সেলসিয়াসের উচ্চতাকে ছাড়িয়ে গেছে। রাজধানী ব্রাসিলিয়া ছাড়াও দেশের দক্ষিণ-পূর্ব মধ্য-পশ্চিম এবং উত্তরের অংশের ১৫টি রাজ্যকে প্রচন্ড গরমের কারণে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেটিওরোলজি সতর্কতা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct