আপনজন ডেস্ক: কিউই পেসার টিম সাউদির ডেলিভারি লং অনে ঠেলে সিঙ্গেল নিলেন শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি। এতে সেঞ্চুরির পূরণের সঙ্গে গর্বের এক রেকের্ডেও নাম উঠে গেল তার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে সেঞ্চুরি করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে সেমিফাইনালের এক ইনংসে কোনো দলের দুই সেঞ্চুরির ঘটনা এটাই প্রথম। গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে মারকুটে ইনিংসে ৬৭ বলে শতক পূর্ণ করেন শ্রেয়াস। শেষ পর্যন্ত ৭০ বলে ১০৫ রান করে আউট হন তিনি। চলতি বিশ্বকাপে এটি শ্রেয়াস আইয়ারের টানা দ্বিতীয় সেঞ্চুরি। গ্রুপপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। টানা চারটি ৫০-পেরোনো ইনিংস, টানা দুটি শতক শ্রেয়াসের। এবারের বিশ্বকাপে ১০ ইনিংস খেলে শ্রেয়াস আইয়ারের সংগ্রহ ৫২৬ রান।
জোড়া সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ পৌঁছে যায় ৩৯৭ রানে। বিশ্বকাপের সেমিফাইনালে কোনো দলের এটিই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে সিডনিতে ভারতের বিপক্ষে তারা তুলেছিল ৭ উইকেটে ৩২৮ রান।
শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন আয়ার। ৪ ছক্কায় ৩৫ বলে তিনি পূরণ করেন হাফসেঞ্চুরি। আর সেঞ্চুরি পূরণ করেছেন ৬৭ বলে। পরের ৫০ নিতে বল খেলেছেন ৩২টি। ৮টি ছক্কা এবং ৪টি চারে খেলা তাঁর ৭০ বলে ১০৫ রানের বিস্ফোরক ইনিংসটা স্মরণীয় হয়ে থাকল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct