আপনজন ডেস্ক: শঙ্কা, ভয়, ফিসফাস- নিউজিল্যান্ডের বিপক্ষে পারবে তো ভারত! কিউইরা যেন বিশ্বকাপে ভারতের যমদূত। ২০১৯ এ ওল্ড ট্রাফোর্ডে বিরাট কোহলির দলকে দেখিয়ে দিয়েছিল দেশে ফেরার পথ। এবার নিজ মাঠেও কি হবে একই পরিণতি! তবে এবার নিজ মাঠে যেন অন্য এক ভারত। টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট কেটেছিল। আর সেমিফাইনালে ব্যাটারদের দিনে বল হাতে ঝড় তুললেন মোহাম্মদ শামি। মুম্বইয়ে এদিন সেঞ্চুরি করলেন দুই দলের তিন ব্যাটার। তবে বল হাতে ৭ উইকেট নিয়ে দিনশেষে অন্যতম নায়ক মোহাম্মদ শামি।
তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল প্রতিরোধ গড়েছিলেন। ভারতের দেওয়া ৩৯৮ রান তাড়ায় ৩৯ রানে ২ উইকেট হারিয়ে ১৮১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে খেলায় রাখেন এ দুই ব্যাটার। এই জুটি ভাঙতে হাপিত্যেশ অবস্থা ভারতীয় বোলারদের। ত্রাতা হয়ে আসেন মোহাম্মদ শামি।
মিড অনে সহজ ক্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ শামি। বল টেনে খেলার চেষ্টা করেন কেন উইলিয়ামসন তবে টাইমিং হয়নি। ক্যাচ যায় একদম শামি বরাবর। কিন্তু মুঠোয় রাখতে পারেননি তিনি। এই ক্যাচ ছাড়ার পর মনে হচ্ছিলো হয়তো ম্যাচটাই ছুটে যাবে ভারতের হাত থেকে। কারণ কেন আর মিচেল মিলে দলকে টেনে নিয়ে যান ২২০ রানে। এর মধ্যে মিচেল ছুঁয়ে ফেলেন তার ওয়ানডে ক্যারিয়ারের ৮৫ বলে ৬ষ্ঠ সেঞ্চুরি।
ঠিক সেই মুহূর্তে আবারো বল তুলে দেওয়া শামির হাতে। ক্যাচ ছেড়ে দলকে বিপদে ফেলা শামিই দলকে করলেন উদ্ধার। সাজঘরে ফেরালেন কিউই অধিনায়ককে। ৭৩ বলে এক ছক্কা ও আট চারে ৬৯ রান করেন উইলিয়ামসন। এক বল পর আাবার আঘাত হানেন তিনি। তার দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান টম ল্যাথাম। দুই বল খেলা কিপার-ব্যাটসম্যান খুলতে পারেননি রানের খাতা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিনি ৪ বার নিলেন ৫ উইকেট। আর চলতি আসরে এটি তার তৃতীয় ৫ উইকেট। একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে মিচেল স্টার্কের পাশে বসেছিলেন শামি। এবার তাকে ছাড়িয়ে গেছেন ভারতের অভিজ্ঞ পেসার। বিশ্বকাপে ভারতের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। তাতেই গড়েছেন বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড। মাত্র ১৭ ইনিংসে ৫০ উইকেটের মালিক শামি। এর আগে ১৯ ইনিংসে এই মাইলফক স্পর্শ করে রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
বলের হিসাবেও এই তালিকায় সবার ওপরে শামি। মাত্র ৭৯৫ বলে বিশ্বকাপে উইকেটের ফিফটি ছুঁয়েছেন তিনি। স্টার্ক ৫০ উইকেট নিতে বল করেছিলেন ৯৪১টি। ১১০০ বলের নিচে আর কোনো বোলার ৫০ উইকেট নিতে পারেননি। সব মিলিয়ে সপ্তম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেটের এলিট ক্লাবে শামি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct