নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ, আপনজন: এরা কেউ তৃতীয় শ্রেণীতে, কেউ ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কিন্তু এরা কেউ আগে কখনো ভাইফোঁটা গ্রহণ করেনি। তাদের মঙ্গল কামনা করে তাদের উদ্দেশ্যে কেউ বলেনি, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা/ যমের দুয়ারে পড়লো কাঁটা।’ নেহা দাস, সঙ্গীতা মন্ডল, পল্লবী বিশ্বাসদের সঙ্গে মহুয়া খাতুন, জেসমিন আক্তার, মরিয়ম খাতুনরা হিঙ্গলগঞ্জের বিভিন্ন স্কুলের ১০ জন ছাত্রকে ভাইফোঁটা দিল। ভাইফোঁটা নিয়ে হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র রাজদীপ বিশ্বাস জানায়, কলেজের দিদিদের কাছ থেকে ফোঁটা পেয়ে সে খুব আনন্দিত। কলেজের প্রথম বর্ষের ছাত্রী মহুয়া খাতুন এই প্রথম ভাইফোঁটা শুধু দিল তাই নয়, প্রত্যক্ষ করল। সেও জানায়, এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সে খুবই খুশি এবং ভবিষ্যতে বড় অনুষ্ঠান করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানায়। অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন জানান তাদের পরিকল্পনা ছিল হিঙ্গলগঞ্জের পথশিশুদের ভাইফোঁটা দেওয়ার কিন্তু এবার দেরিতেই পরিকল্পনা গ্রহণ করায় সেটি সম্ভব হয়নি ভবিষ্যতে আরও বড় করে এই অনুষ্ঠান করার পরিকল্পনা করা হবে। উপস্থিত ছিলেন কলেজের শিক্ষাকর্মী সমরেশ সরদার, ছাত্রী সায়ন্তনী ঘোষ, মৌসুমী মন্ডল, সুস্মিতা রায় প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct