মোহাম্মাদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: মঙ্গলবার শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এটা শুধু কথার কথা নয়। সাংস্কৃতিক সহ নানা অনুষ্ঠানের আয়োজনে তা বোঝালেন নলহাটি ২ নং ব্লকের একটি স্কুল। মঙ্গলবার সকালে বান্দখালা গ্রামে বেসরকারি এমিল পাবলিক স্কুল প্রাঙ্গণে পালিত হলো শিশু দিবস। তাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য তাদের দিয়ে পালিত হল অনুষ্ঠান। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দ্বিতীয় পর্বে পণ্ডিত জওহর লাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে তাকে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।পরে বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা কেউ কবিতা আবৃত্তি, কেউ শিশু দিবসের গুরুত্ব কি এবং কেন শিশু দিবস পালন করা হয় তার উপর বক্তব্য রাখে। সেই সঙ্গে নাটক মঞ্চস্থ করে ছাত্রছাত্রীরা। সেভ ড্রাইভ সেভ লাইফ হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে শিশুদের বার্তা বাবা তুমি গাড়ি আসতে চালাও, আমার বেড়ে ওঠার স্বপ্ন তোমার কাছে। আমি ক্ষুধার্ত ঘুম চাই না। আমরা বিভাজন চাই না, সম্প্রীতি চাই। “আমরা করবো জয়, নিশ্চয় সেদিন আর দেরি নয়” স্লোগান তুলে আগামী দিনে বাঁচার স্বপ্ন শিশুদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন বলেন, বিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠা হওয়ার পর প্রতি বছর শিশু দিবস উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও বিদ্যালয়ের কচি কাঁচাদের মাধ্যমে শিশু দিবসে আগামী প্রজন্ম শিশুদের উদ্দেশ্যে সমাজের কাছে অনেক বার্তা তুলে ধরা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct