সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: পুলিশী বিধিনিষেধ তাই পূজো মণ্ডপ দেখার ইচ্ছা থাকলেও দেখা হয়ে উঠছিলো না বয়স্কদের। কারণ শহরে যানজট মুক্ত করতে পূজোর ক’দিন যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে পুলিশ প্রশাসন। তাই বয়স্করা টোটোতে বা গাড়িতে করে ঠাকুর দেখার উপায় ছিল না। তাদের কথা ভেবেই অভিনব উদ্যোগ নিল আইএনটিটিইউসি এর ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি আলম রহমান।এদিন ৩৫টি টোটো তে করে পুলিশের বিশেষ অনুমতি নিয়ে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরিয়ে দেখানো হলো। এমনকি মধ্যাহ্ন ভোজন করানো হয় তাদের। আর এই উদ্যোগে খুশি প্রৌঢ়রা।এদিন ধূপগুড়ি ঘোষপাড়া মোড় থেকে শুরু হয় পুজো পরিক্রমা।৩৫টি টোটোতে বৃদ্ধ বৃদ্ধাদের চাপিয়ে ধূপগুড়ি সমস্ত পূজা মন্ডপ পরিক্রমা করান তারা, তারপরে সমস্ত পূজা পরিক্রমা করার পর বৃদ্ধ-বৃদ্ধাদের প্রত্যেকেরই বাড়িতে গিয়ে তাদের পৌঁছান দিয়ে আসা হয়। আইএনটিটিইউসি এর ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি আলম রহমান বলেন, পূজোর সময় বয়স্ক মানুষেরা ইচ্ছে থাকলেও ঠাকুর ও পূজো মণ্ডপ ঘুরে দেখতে পারে না। কারণ পুলিশ ও ট্রাফিকের থেকে শহরে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাই বয়স্ক মানুষদের কথা ভেবে আমি ৩৫টি টোটোতে ১৪০ জন বৃদ্ধ-বৃদ্ধাকে শ্যামাপূজা ঘোরালাম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct