এম মেহেদী সানি, বাদুড়িয়া, আপনজন: উত্তর ২৪ পরগনা কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমিতে প্রতি বছরের ন্যায় এ বছরেও সাড়ম্বরে পালিত হলো শিশু দিবস ৷ শিশু শিক্ষা, অধিকার সুরক্ষিত করা, মনীষীদের বাণী এবং স্কুলমুখী হওয়ার বার্তা নিয়ে প্লাকার্ড হাতে এদিন মিশন থেকে কাটিয়াহাট বাজার পর্যন্ত পথ পরিক্রমা করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী শিক্ষার্থী ও অভিভাবক অভিভাবিকারা ৎ। মিশনের ডাইরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, ‘এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের সকলের কাছে। কারণ শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যাবে এটা আমাদের নিশ্চিত বিশ্বাস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরুর উক্তি দিয়ে বলেন, শিশুদের কিভাবে মানুষ করছি তার উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ চেহারা । আমাদের দেশে জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে ১৪ ই নভেম্বর শিশু দিবস উদযাপন করা হয় । তাই আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ম্বরে পালন করে থাকি এই দিনটিকে ।আমাদের আজকের দিনে দাবী- পথশিশু চাই না,শিশু শ্রমিক চাই না,আমরা চাই সকল শিশু শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করুক । শিশুদের অধিকার সুরক্ষিত হোক।’ এদিন মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজী আকবর আলী সরদার বলেন, আজ যেভাবে আমাদের ছাত্র ছাত্রীরা পদযাত্রা করলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কেরাত, গজল, কবিতা, ইংরেজি কথোপকথন, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি পারফরম্যান্স করলো আমরা সত্যি গর্বিত, আনন্দিত, আপ্লুত । আমরা দোয়া করি এই সমস্ত শিশুরা একদিন দেশের সুনাগরিক হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবে। আদর্শ মানুষ তৈরি হবে।’ এদিন বক্তব্য রাখেন, মিশনের প্রধান শিক্ষক মুজাফফর রহমান, নার্সারীর বিভাগীয় প্রধান ইউনুস গাজী, হোস্টেল সুপার রায়হান হোসেন, শিক্ষক সৌরভ সেন প্রমুখ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct