শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: অল ইন্ডিয়া সুন্নাত অল জামাত নামে একটি ইসলামী সংগঠনের উদ্যোগে চালু হলো মডেল মাদ্রাসা। এই সংগঠনের এমআইভিপি বা মডেল ইসলামিক ভিলেজ প্রোজেক্টের মাধ্যমে রাজ্যের ২৫০ টির অধিক গ্রামে চলছে এই মডেল মাদ্রাসা। মঙ্গলবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের ভেবিয়ার বোলদেপোতা গ্রামে সূচনা হলো মডেল ইসলামিক মাদ্রাসা। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাত অল জামাতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সহ বিশিষ্ট জনেরা। এদিন আব্দুল মাতিন বলেন, আমাদের সংগঠনের পরিকল্পনা হলো নিরক্ষরতা দূরীকরণ, ছাত্র ছাত্রীদের জেনারেল শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা প্রদান করা, বয়স্ক ও মহিলাদের সামাজিক শিক্ষা ও শুদ্ধ কুরআন শেখানো। সেই মতো আমারা রাজ্যের প্রায় ২৫০ টি গ্রামে এই মডেল ইসলামিক মাদ্রাসা তৈরি করেছি যা বেশ সাড়া যোগিয়েছে। আজকে বোলদেপোতা মাদ্রাসায় সূচনা হল মডেল মাদ্রাসা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct