নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার বঙ্কিম সেতুর একদিক দখল করে ফের অবৈধ বেআইনি পার্কিংয়ের অভিযোগ উঠেছে। জানা গেছে বঙ্কিম সেতুর যেদিকের লেনের রাস্তা ভালো সেখানেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। সেই রাস্তায় গাড়ি থেকে মাল ওঠা নামা চলছে। আর যেদিকে মানুষের যাতায়াতের রাস্তা সেদিকে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাস্তার এক চতুর্থাংশ খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে। বাকি অংশের রাস্তারও খুবই বেহাল অবস্থা। যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। একপ্রকার প্রাণ হাতে নিয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। সকলেরই দাবি, বঙ্কিম সেতুর উপর এই বেআইনি অবৈধ পার্কিং বন্ধ হোক এবং তা সাধারণ মানুষের চলাচলের জন্য এবং ব্যবহারের জন্য খুলে দেওয়া হোক। জানা গেছে, বঙ্কিম সেতুর যেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে সেখানে অবৈধভাবে শুধু পার্কিং করা হচ্ছে তাই নয়, সেখান থেকে রীতিমতো মাসোয়ারা দিয়ে গাড়ি পার্কিং করা হচ্ছে। তবে সেই টাকা কে বা কারা নিয়ে যায় সে বিষয়ে গাড়ির চালক বা গাড়ির মালিকরা কোনও সদুত্তর দিতে পারছেন না। তারা শুধু জানিয়েছেন প্রতি মাসে ৪০০ টাকা করে তাদের কাছ থেকে গাড়ি পার্কিংয়ের জন্য নেওয়া হচ্ছে। এর বিনিময়ে তারা গাড়ি রাখছেন এখানে। এই নিয়ে সাধারণ মানুষ সোচ্চার। সকলেই ক্ষুব্ধ এই সমস্যা নিয়ে। গত প্রায় ১০ দিন ধরে একদিকের এইভাবেই যাতায়াতের রাস্তা খোঁয়াড় হয়ে পড়ে রয়েছে। গর্তে ভরে রয়েছে রাস্তা। অথচ কোনও উদ্যোগ প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct