নকীব উদ্দিন গাজী, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দলুয়াখাকি গ্রামে ফজরের নামজের সময় িএক তৃণমূল নেতা গুলিতে খুন হন। তার জেরে পার্শ্ববর্তী দোগাছিয়া গ্রামের সিপিএম সমর্থকদের বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে েগেলে বাম প্রতিনিধি সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, শমিক লাহিড়িকে ঢুকতে দেয়নি পুলিশ। একইভাবে আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী দোগাছিয়া গ্রামে ঢোকার আগে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি ও বচসায় জড়িয়ে পড়েন তারা। বারুইপুর পুলিশ জেলার এসডিপিও, কুলতলির আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল রাস্তায়। নওশাদ সিদ্দিকীর গাড়ি বামনগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকার মুখে পথ আটকান পুলিশকর্মীরা। এরপর গাড়ি থেকে নেমে আসেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএস কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। পুলিশের ব্যারিকেড ভেঙে কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পুরিশ জানায়, বহিরাগত হওয়ার কারণে ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct