আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অসত্য ও মিথ্যা মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘অযাচাইকৃত’ মন্তব্য করেছেন বলে বিজেপি যে অভিযোগ করেছে, তার ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে জমা দেওয়া আবেদনে বিজেপি প্রিয়াঙ্কা গান্ধির বিরুদ্ধে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ দাবি করার অভিযোগ এনে বলা হয়, নরেন্দ্র মোদী সরকার পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ) বেসরকারিকরণ করেছে।তিনি অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী তার শিল্পপতি বন্ধুদের পিএসইউ বিএইচইএল দিয়েছেন। নির্বাচন কমিশন মঙ্গলবার আম আদমি পার্টিকে তাদের সোশ্যাল মিডিয়ায় মোদিকে অপমানজনক মন্তব্য করায় কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এবং ১৬ নভেম্বরের মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিতে বলেছেআম আদমি পার্টির জাতীয় আহ্বায়ককে নোটিশ পাঠানো হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct