আপনজন ডেস্ক: গাজায় ইসরায়েলের হামলার পর থেকে এ পর্যন্ত মোট ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের ওয়েবসাইটে এই বিয়ষটি একটি বিবৃতিতে প্রকাশ করেছেন। গত তিন দশক ধরে কাজ করা এই সংগঠনটি বলছে, এত কম সময়ে এত বেশি সাংবাদিক মৃত্যুর নজির আর নেই। গাজায় নীরিহ মানুষদের খবর তুলে ধরার জন্য বোধহয়, তাদের এই পরিণতি হয়েছে। কোনও শক্তি হয়তো চাইছে না, ভিতরের খবর প্রকাশ পাক। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৩ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। গাজা ও পশ্চিম তীরে ১১ হাজার ৭০ জন এবং ইসরায়েলে ১২০০ নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ৪২ জন সাংবাদিকের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৩৭ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি, একজন লেবাননের নাগরিক। এই যুদ্ধে আরও ৯ জন সাংবাদিক আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন তিনজন। আর ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct