আপনজন ডেস্ক: দীর্ঘদিন ব্যবহারের পর আপনার আইফোনের গতি কমে যেতে পারে। এই ফোন যদি দ্রুত কাজ না করলে অনুভূতি বিরক্তিকর হতে পারে।তবে এই ভোগান্তি দূর করার বেশ কয়েকটি উপায় আছে। একটি উপায় হলো রাম থেকে কিছু ডেটা খালি করা। আইফোনে কোনো অ্যাপ খোলা হলে তার ডেটা রাম লোড হয় এবং সহজে তা ব্যবহার করা যায়। তবে ফোনে একবারে অনেকগুলো অ্যাপ খোলা থাকলে রাম ফুরিয়ে যেতে পারে এবং আইফোন ধীরগতির হয়ে যায়। কিন্তু সরাসরি আইফোনের রাম পুরোপুরি খালি করার কোনো উপায় নেই। কিছু মেমোরি খালি করার জন্য সফট রিসেট বা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে চালু থাকা সব অ্যাপ বন্ধ করে দেবে সফট রিসেট। আর ম্যানুয়াল রিস্টার্টে আইফোন বন্ধ হয়ে আবার চালু হয়। অ্যাপ বারবার ক্র্যাশ করলে বা আইফোন চলতে চলতে ধীরগতির হয়ে গেলে রাম খালি করতে হবে। এ ধরনের সমস্যা না হলে শুধু শুধু রাম খালি করার দরকার নেই। বেশির ভাগ সময় আইফোন নিজেই রাম খালি করবে, ব্যবহারকারীকে হস্তক্ষেপ করতে হবে না। তবে ম্যানুয়ালি রাম খালি করতে হলে প্রথমে সাইড বাটন ও ভলিউম বাটন টিপুন এবং ধরে রাখুন। যখন ‘স্লাইড টু পাওয়ার অফ স্লাইডার' লেখা স্ক্রিনে দেখানো হবে তখন বোতামগুলো ছেড়ে দিন। আইফোন রিস্টার্ট না হওয়া পর্যন্ত আবার সাইড বাটন টিপুন ও ধরে রাখুন। আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন । জেনারেল থেকে নিচে স্ক্রল করে শাটডাউন বাটনটি খুঁজে বের করুন এবং ট্যাপ করে শাটডাউন করুন। আইফোন বন্ধ করতে স্ক্রিনের ‘স্লাইড টু পাওয়ার অফ’অপশনটি ড্র্যাগ করুন। আইফোন সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন। অ্যাপল লোগো না দেখানো পর্যন্ত সাইড বাটন টিপুন ও ধরে রাখুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct