আপনজন ডেস্ক: যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় প্রজন্মের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চীনা চিকিৎসকেরা। বয়স্ক এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা কম থাকা ব্যক্তিদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। চীনের শীর্ষ শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ঝং নানশান সতর্ক করে বলেছেন, আসন্ন শীতে কোভিড–১৯–এর প্রকোপ আবার বাড়তে পারে। বয়স্ক এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে অবিলম্বে টিকা নেওয়ার আহ্বান জানান। দক্ষিণ চীনের গুয়াংডং অঙ্গরাজ্যের গুয়াংঝোউতে আয়োজিত তৃতীয় গুয়াংডং–হংকং–ম্যাকাউ গ্রেটার বে এরিয়া (জিবিএ) হেলথ কো–অপারেশন কনফারেন্সে এ সতর্কবার্তা দেন তিনি। এ ছাড়া তিনি কোভিড–১৯–এর ভবিষ্যৎ সংক্রমণ বিস্তার এবং এর বিরুদ্ধে অ্যান্টিবডি অকার্যকর হয়ে পড়ার প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ঝং বলেন, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় প্রজন্মের টিকা গ্রহণ করা উচিত। পরিসংখ্যানে দেখা যায়, গত অক্টোবরে সমগ্র চীনে ২০৯টি নতুন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং ২৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের সবাই বর্তমান ভ্যারিয়েন্ট এক্সবিবি–এ সংক্রমিত। ভাইরাসটি বর্তমানে মিউটেশনের বা পরিব্যক্তির মধ্য দিয়ে যাচ্ছে। এ দিকে সাধারণ মানুষের এ রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, কারণ সময়ের সঙ্গে তাঁদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ কমছে। লুর মতে, শীতের মৌসুমে কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। শরৎ ও শীতকালে ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তাই মানুষের সম্ভাব্য সহ–সংক্রমণ (ইনফ্লুয়েঞ্জা ও কোভিড) সম্পর্কে সচেতন হতে হবে। শীতকালে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct