সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: তৃণমূল কংগ্রেসে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার দুই সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল করা হয়েছে। অপসারণ করা হয়েছে বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শাওনি সিংহ রায় কে, তার জায়গায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে। অপূর্ব সরকারের জায়গায় জেলা তৃণমূলের চেয়ারপার্সন করা হয়েছে রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীকে। পাশাপাশি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হিসেবে খলিলুর রহমানকে বহাল রাখা হলেও চেয়ারপার্সন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডলের জায়গায় জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপশি শাওনী সিংহ রায় এবং কানাই চন্দ্র মন্ডলকে রাজ্য তৃণমূলের সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে।অপূর্ব সরকার বলেন, ‘দল যে গুরুদায়িত্ব আমার উপর দিয়েছে, আমি নয় বরং আমরা সবাই একসঙ্গে তা পালন করার চেষ্টা করবো।’বেশ কিছুদিন ধরে জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে বারংবার, তাই কি এই রদবদল? নাকি আগামী ২৪ -এর লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে সাংগঠনিক রদবদল। তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct