সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: শ্যামাপূজার দ্বিতীয় দিনে উপচে পরা ভিড় ধূপগুড়ির প্রতিটি পুজো মন্ডপে। বিকেল থেকেই দর্শনার্থীরা লাইন দিয়েছেন পূজা মন্ডপের বাইরে। শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধূপগুড়ি শান্তি সংঘ ক্লাবের শ্যামাপূজো ৬৫ বছরে পদার্পণ করেছে। এবারের পূজোর থিম “ঈশ্বর প্রাপ্তি”। ঈশ্বর কিভাবে প্রাপ্তি হয়। কোথায় কোথায় ঈশ্বর বিরাজমান সেই সমস্ত দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পূজা মন্ডপে। বাশ, প্লাই, শুকনো গাছের ডাল, এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করেই তৈরি করা হয়েছে পূজা মন্ডপ। একসময় মহাপুরুষ ছিলেন তারা কিভাবে তপস্যার মধ্য দিয়ে ঈশ্বর প্রাপ্তি করেছিলেন। সেই সব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পূজা মন্ডপে। পূজা মন্ডপ উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে পুজো মন্ডপে।
অন্যদিকে ধূপগুড়ির বিগ বাজেটের এসটিএস ক্লাব বরাবর উত্তরবঙ্গের পূজো গুলিকে টেক্কা দিয়া থাকে। এ বছরও তার ব্যতিক্রম নয়। ধূপগুড়ি এসটিএস ক্লাবের পূজো এবছর ৫৩ বছরে পদার্পণ করেছে। এবারে পূজোর থিম সিকিমের নামচির চারধাম মন্দির। উত্তরবঙ্গের অন্যতম বিগ বাজেটের কালীপূজো করে থাকে ধূপগুড়ি এসটিএস ক্লাব। সিকিমের চারধাম মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে পূজা মন্ডপ। সেভাবেই ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ টিকে। ফাইবার সিট, কাঠ, বাশ, প্লাইউডের ব্যাবহারে তৈরী হয়েছে পূজা মন্ডপে। গোটা পূজা মন্ডপের মধ্যে তিনটি মন্দির ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনের পর থেকেই পূজা মন্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কালী পূজার আগে থেকেই ভিড় জমাতে শুরু করেছেন ধূপগুড়ির পূজা মন্ডপ গুলিতে। ধূপগুড়ি শহীদ সংঘ ক্লাব ও পাঠাগারের শ্যামা পুজা ৩৫ বছরে পদার্পণ করেছে।এবারে তাদের থিম থাইল্যান্ডের হোয়াইট টেম্পল। গোটা পূজা মন্ডপ সেই ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে করা হয়েছে হোওয়াইট টেম্পল। মন্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে সাদা কাপড়,বাশ, বিভিন্ন স্ট্যাচু। এই পূজা মন্ডপ থেকে শান্তির বার্তা দিতে চেয়েছে পূজা উদ্যোক্তারা। বিকেলের পর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই পূজা মন্ডপে। গোটা শহরজুড়ে নো এন্ট্রি করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে, গোটা শহর যানজট মুক্ত রাখার জন্য। অন্যদিকে তারাপীঠ মন্দির কে থিম করে পূজা মন্ডপ তৈরী করে ধূপগুড়িবাসী সহ জেলা তাক লাগিয়ে দিয়েছে ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব। এ বছরের তাদের পূজা ৪৫ বছরে পদার্পণ করেছে। অবিকল তারাপীঠ মন্দিরের আদলে পূজা মন্ডপ গড়ে তোলায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে পূজা মন্ডপে। ধূপগুড়ি শহরের অন্যতম বিগ বাজেটের পূজা করে থাকে বরাবর নেতাজি পাড়া কালচারাল ক্লাব। এ বছর তাদের পূজোর থিম লালকেল্লা। পুজো মন্ডপে লাল কেল্লা পুরো চিত্র তুলে ধরা হয়েছে এমনকি প্রজেক্টরের এর মাধ্যমে সেই সময়কার বিভিন্ন দৃশ্য দেখানো হচ্ছে পূজা মন্ডপের গায়ে। নেতাজিপাড়া কালচারাল ক্লাবের পূজো এ বছর ২৮ তম বর্ষে পদার্পণ করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct