আপনজন ডেস্ক: ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর মাধ্যমে দীর্ঘদিন পর ফের রাজনীতিতে সক্রিয় হলেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের অংশ হিসেবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেন ডেভিড ক্যামেরন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ফিরলেন ক্যামেরন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে সুয়েলা ব্রেভারম্যানকে। তার স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে তার নেতৃত্বে আয়োজিত গণভোটে হেরে যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। এর দু’বছর পর তিনি আবারও প্রথম সারির রাজনীতিতে ফিরতে চান বলে ইঙ্গিত দেন। যা এবার বাস্তবায়িত হলো। এর আগে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি তার স্থলাভিষিক্ত হন। আর পররাষ্ট্রমন্ত্রীর শূন্যপদে অভিষিক্ত হলেন ক্যামেরন। সুনাক তার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল শুরু করার পর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ডাউনিং স্ট্রিটে দেখা যায়। তখন থেকে জল্পনা শুরু হয় যে, তিনিও সরকারে ফিরতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct