নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: ‘একদিকে দিদি অপরদিকে মোদি।এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেস। তৃণমূলের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এই দলটিকে চালাচ্ছে পুলিশ ও বিডিওরা।’সংবর্ধনা সভায় বিস্ফোরক কংগ্রেস। সোমবার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ, দৌলতপুর ও ভালুকা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রতীকে জয়ী ও পরাজিত পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যদের নিয়ে কোরিয়ালী বাজারে এক সংবর্ধনা সভার আয়োজন করেন মশালদহ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের নেতৃত্বরা।এদিন ফুলের মালা,উত্তরীয় ও গোলাপ ফুল দিয়ে সকলকে সংবর্ধনা জানানো হয়।সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলম, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী ও কংগ্রেস নেতা মহম্মদ মুসলিম সহ স্থানীয় নেতৃত্বরা। মুস্তাক আলম জানান,পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পুলিশ ও বিডিওকে নিজেদের মতো করে কাজে লাগিয়েছিল।তাই তৃণমূল কংগ্রেস একাধিক পঞ্চায়েত গুলো দখল করতে পেরেছে। তৃণমূলের ভয়ে বাম কংগ্রেস জোটের নির্বাচিত সদস্যদেরকে শিবির করে গোপনভাবে থাকতে হয়েছিল। সেখানেও তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। জিয়াউর রহমান চৌধুরী জানান,২৮ আসন বিশিষ্ট মশালদহ গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ১৯ টি আসনে জয়ী হয়ে বোর্ড গঠন করেছে।তাই মশালদহ সহ ভালুকা ও দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রতীকে জয়ী ও পরাজিত পঞ্চায়েত সদস্যদের কে এদিন সংবর্ধনা দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct