মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ইতিহাস পুনরুদ্ধারের লক্ষ্যে সাউথ আন্দামান পোর্ট ব্লেয়ারে চললেন পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার সঙ্গী হয়েছেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মাওলানা ইমতিয়াজ ও জমিয়ত ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা হাসানুজ্জামান। সাউথ আন্দামানের মসজিদে ইত্তেহাদুল এর অনুষ্ঠানে তারা যোগ দেবেন । স্বাধীনতার বহু ইতিহাস আন্দামানের পোর্ট ব্লেয়ারের কারাগারে বন্দি আছে। বহু ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে ঐখানে কারারুদ্ধ করে রাখা হতো। বর্তমান কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে সেইসব স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে। সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আন্দামানের জমিয়ত উলামায়ে হিন্দের সংগঠন আছে তাদের নেতৃত্বদের নিয়ে অনুসন্ধান করা হবে ইতিহাসের। মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস কে মুছে ফেলা হচ্ছে। ভারতবর্ষকে স্বাধীন করতে যারা রক্ত ঝরিয়েছেন জেল খেটেছেন ইতিহাসের পাতা থেকে তাদেরকে মুছে ফেলা হচ্ছে সেই ইতিহাস পুনরুদ্ধারের লক্ষ্যেই তাদের এই সফর বলে জানা গেছে। তিন দিনের এই সফর সেরে তারা আবার বাংলায় ফিরে আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct