আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া তৃণমূলে গুরুত্ব বাড়ল মহুয়া মৈত্র কৃষনগর জেলা সাংগঠনিক সভাপতি করা হল।সেই সঙ্গে দায়িত্ব বাড়ল চাপড়া বিধানসভার বিধায়ক রুকবানুর রহমানের আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকে ময়দানে নামতে হবে।আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে অন্যান্য জেলার পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠনিক রদবদল হল নদিয়ায়। নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত সাংসদ তথা লড়াকু নেত্রী মহুয়া মৈত্র।চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন চাপড়া বিধায়ক রূকবানের রহমান।পূর্বে মহুয়া মৈত্র করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচন হয়েছিল।পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী নির্বাচন করে তৃণমূল।পরে নির্বাচনে জয়লাভের পর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মনোনীত হন মহুয়া মৈত্র। রূকবানুর রহমান চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট নির্বাচিত হয়ে বিধায়কের দায়িত্ব গ্রহণ করেন।পাশাপাশি দীর্ঘদিন তিনি চেয়ারম্যান দায়িত্ব সামনে ছিলেন। এদিকে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে ফির দায়িত্বভার গ্রহণ করেন দেবাশীষ গাঙ্গুলী। চেয়ারপার্সন হিসেবে মনোনীত হয়েছেন শিপ্রা দাস। সাংগঠনিক রদবদলের প্রসঙ্গে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নবনির্বাচিত চেয়ারপার্সন তথা চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান জানান,দলীয় নির্দেশে এরআগে ব্লকের দায়িত্ব পালন করেছি।এবার দল আমাকে আরো বড় দায়িত্ব দিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে তোলার মধ্যে দিয়ে বিরোধী শক্তিকে পিছনে ফেলে দলের মনোনীত প্রার্থীকে কৃষনগর লোকসভা কেন্দ্র প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটের বিনিময়ে জয়যুক্ত করাটাই আমার একমাত্র লক্ষ্য।লোকসভা নির্বাচনে সংখ্যালঘ বিধানসভা গুলিতে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ গত লোকসভা নির্বাচনে সবথেকে বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct