সেখ রিয়াজুদ্দিন ও আমীরুল ইসলাম, বীরভূম, আপনজন: দীর্ঘ একবছরের উপর সভাপতি হীন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। গরু পাচার মামলার অভিযোগে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে বন্দী। এনিয়ে শুরু হয় নানান জল্পনা। অনুব্রত মন্ডলের জায়গায় কে হবেন জেলা সভাপতি,আদৌ সে জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা ইত্যাদি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে বোলপুরে জনসভা থেকে একপ্রকার পরিষ্কর করে দেন অনুব্রত মণ্ডলই থাকছেন জেলা সভাপতি। পরিবর্তে জেলা কোর কমিটি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। তিনি বলেন, এর পাশাপাশি তিনি নিজে বীরভূম জেলার দায়িত্ব সামলাবেন। ফিরহাদ হাকিমরা সহযোগিতা করবেন। সেই মোতাবেক চলে আসছে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যক্রম। সোমবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কমিটির নোটিশ মোতাবেক রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যান এর নামের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বীরভূম জেলার ক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে রামপুরহাটের তৃণমূল বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড. আশীষ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রকাশ পায়। অন্যদিকে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদে নাম নেই অনুব্রতর। বদলে লেখা রয়েছে কোর কমিটির নাম। যা গত ১২ বছরের প্রথমবার। আগে যেমন সামলেছেন এখনও সেইভাবে কোর কমিটি সামলাবেন জেলা বলে দলীয় সূত্রে জানা যায়। ফলে, বীরভূম জেলা সভাপতির পদ নিয়ে ধোঁয়াশা থেকে গেল। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে অনুব্রতর জেল থেকে বেরোনোর আশা খুবই কম বলে মনে করছে অনেকেই। সেই ভবিষ্যৎ সঠিক হলে বীরভূমে এবার লোকসভা ভোটে অনুব্রতকে ছাড়াই লড়বে তৃণমূল শিবির। ২৪ এর মহাযুদ্ধের কয়েক মাস আগেই জেলার সভাপতি ও চেয়ারপার্সন পদে বিরাট ও রদবদল ঘটাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদে ছিলেন কেষ্ট। ২০২২ সালের ১১ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেফতারের পরও অনুব্রত পাশে থাকার বার্তা দিয়েছিল তৃণমূল।
তৃণমূল জেলা সভাপতি পদে বহাল রইলেন অনুব্রত মণ্ডল, চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ একবছরের উপর সভাপতি হীন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। গরু পাচার মামলার অভিযোগে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে তিহার জেলে বন্দী। এনিয়ে শুরু হয় নানান জল্পনা। অনুব্রত মন্ডলের জায়গায় কে হবেন জেলা সভাপতি,আদৌ সে জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হবে কিনা ইত্যাদি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে বোলপুরে জনসভা থেকে একপ্রকার পরিষ্কর করে দেন অনুব্রত মণ্ডলই থাকছেন জেলা সভাপতি। পরিবর্তে জেলা কোর কমিটি গঠন করে তাদের উপর দায়িত্ব অর্পণ করেন। পাশাপাশি তিনি নিজে বীরভূম জেলার দায়িত্ব সামলাবেন। ফিরহাদ হাকিমরা সহযোগিতা করবেন। সেই মোতাবেক চলে আসছে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যক্রম। সোমবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য কমিটির নোটিশ মোতাবেক রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যান এর নামের তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বীরভূম জেলার ক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ড আশীষ ব্যানার্জীর নাম প্রকাশ পায়। অন্যদিকে জেলা সভাপতি হিসেবে কোর কমিটির কথা উল্লেখ করা হয়েছে। আগে যেমন সামলেছেন এখনও সেইভাবে কোর কমিটি সামলাবেন জেলা বলে দলীয় সূত্রে জানা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct